Train Accident: হঠাৎ ঝাঁকুনি, বিকট আওয়াজ, ভাঙা ফিসপ্লেট! বড় দুর্ঘটনা এড়াল ডাউন দত্তপুকুর লোকাল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Train Accident: জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ বনগাঁ শাখার ডাউন দত্তপুকুর লোকাল যখন বামনগাছি স্টেশন ছেড়ে বারাসাতের দিকে এগোতে শুরু করে, তখন হঠাৎই বিরাট আওয়াজ হয়, ট্রেনে ঝাঁকুনিও অনুভব হয়।
#বারাসাত: উত্তরবঙ্গের ভয়ংকর ট্রেন দুর্ঘটনার রেশ এখনও টাটকা। শুধু মৃত্যু বা আহত সংখ্যায় নয়, দুর্ঘটনার অভিঘাতও ছিল বড়। এরই মধ্যে এবার বড়সড় দুর্ঘটনা এড়াল ডাউন দত্তপুকুর লোকাল। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বামনগাছি ও বারাসাত স্টেশনের মাঝে। রেল সূত্রে খবর, এদিনও ওই ঘটনায় মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিলই।
জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ বনগাঁ শাখার ডাউন দত্তপুকুর লোকাল যখন বামনগাছি স্টেশন ছেড়ে বারাসাতের দিকে এগোতে শুরু করে, তখন হঠাৎই বিরাট আওয়াজ হয়, ট্রেনে ঝাঁকুনিও অনুভব হয়। এরপরই ট্রেন থামিয়ে দেন চালক। দেখা যায়, লাইনের ফিসপ্লেট ভেঙে গিয়েছে। এই ফিসপ্লেট দুটি লাইনের সংযোগকারী কিট হিসেবে ব্যবহৃত হয়। সেই ফিসপ্লেট ভাঙা থাকলে ভয়ংকর দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এদিন অবশ্য তা ঘটেনি।
advertisement
advertisement
তবে, বামনগাছির ঘটনার কথা রেল আধিকারিকদের কাছে পৌঁছতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। প্রায় চল্লিশ মিনিট ধরে মেরামত করা হয় ফিসপ্লেট। এরপর ফের ট্রেন চলাচল শুরু হয়।
advertisement
প্রসঙ্গত, ওই সময় ডাউন ওই ট্রেনে যাত্রীও ছিলেন প্রচুর। তাঁদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছিল। তবে, তেমন কোনও সমস্যার মুখে পড়তে হয়নি তাঁদের। যদিও চল্লিশ মিনিট দেরিতে চলছে শিয়ালদহ-বনগাঁ লাইনের ডাউনের ট্রেন চলাচল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2022 9:08 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Accident: হঠাৎ ঝাঁকুনি, বিকট আওয়াজ, ভাঙা ফিসপ্লেট! বড় দুর্ঘটনা এড়াল ডাউন দত্তপুকুর লোকাল