Abhishek Banerjee: হৃদযন্ত্রের সমস্যায় মরণাপন্ন তিন দিনের শিশু, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখেই এগিয়ে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম।

গোয়া যাচ্ছেন অভিষেক
গোয়া যাচ্ছেন অভিষেক
#কলকাতা: সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তত্ত্বাবধানে এবার চিকিৎসার সুব্যবস্থা পেল মাত্র ৩ দিনের এক শিশু। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত ১২ জানুয়ারি বারাসাতের নিউ সেবা সদন হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পূজা দেবনাথ নামে উত্তর ২৪ পরগনায় হরিণঘাটা এলাকার এক মহিলা।
শিশুটির হৃদযন্ত্রের সমস্যা বুঝে শিশু চিকিৎসকরা তার পরিবারকে বি সি রায় শিশু হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। কিন্তু সেখানে শিশুটির চিকিৎসা করানো যায়নি। এরপর শিশুটির পরিবার তাকে নিয়ে আইএলএস নাগেরবাজারে নিয়ে যায়। এই হাসপাতালে দৈনিক প্রায় ৫০ হাজার টাকার বেশি খরচ হয়ে যায়।
এই সেই শিশু এই সেই শিশু
advertisement
advertisement
নাগেরবাজারের এই বেসরকারী হাসপাতাল জানিয়ে দেয় তিনটি অস্ত্রোপচার করে ৩ টি স্টেইন বসাতে হবে শিশুটির হৃদযন্ত্রে। এক একটি অপারেশনের জন্য খরচ আনুমানিক ৩ থেকে সাড়ে তিন লাখ টাকা। সেই খরচ বহন করা সম্ভব নয় বলে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের জন্যে আর্জি জানায় দেবনাথ পরিবার।
advertisement
এরপরই সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দেখেই এগিয়ে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। তাঁর তত্ত্বাবধানে অবশেষে আরএন টেগোর হাসপাতালে ভর্তি করা হয় তিন দিনের ওই শিশুটিকে। হাসপাতালে সমস্ত চিকিৎসার ব্যয়ভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বহন করবেন বলেও জানিয়েছে তাঁর টিম। তৃণমূলে সাংসদকে ধন্যবাদ জানিয়েছে শিশুটির পরিবারের প্রত্যেক সদস্য।
advertisement
---ওঙ্কার সরকার
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: হৃদযন্ত্রের সমস্যায় মরণাপন্ন তিন দিনের শিশু, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement