Dilip Ghosh: 'আগেই বলেছিলাম...' BJP-র সাফল্যে আশাবাদী হলেও সতর্কতায় জোর দিলীপ ঘোষের

Last Updated:

Dilip Ghosh: করোনা আবহে ভোট প্রচারে সভা মিছিল বন্ধ রাখার কথা বলছে রাজ্য় নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও অপেক্ষা করে ভোটে যাওয়ার পক্ষপাতী।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
#কলকাতা: প্রতিদিনের মতো রবিবারও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilio Ghosh)। সেখানেই নিত্যদিন সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়ে থাকেন তিনি। অন্যথা হল না এদিনও।
করোনা আবহে ভোট প্রচারে সভা মিছিল বন্ধ রাখার কথা বলছে রাজ্য় নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন:
কমিশন যদি বলে তাহলে বন্ধ করা উচিত। আমরা তো আগে থেকেই বলেছিলাম ভোট করার মতো পরিবেশ নেই। একদিকে রাজনৈতিক হিংসা অন্যদিকে করোনার ভয়। সফল হবে কীভাবে, অনুকূল নেই পরিস্থিতি। কমপক্ষে বিশ হাজারের বেশি সংক্রমণ রোজ। বিশেষত কলকাতা এবং উত্তর ২৪ পরগনা যে এলাকাটা বেশি প্রভাবিত, সেখানেই হচ্ছে নির্বাচন। বাকি মহানগর গুলোতেও সেইরকম পরিস্থিতি। তাই আমরা বলেছিলাম দুবছর ধরে নির্বাচন হয়নি, যদি এক মাস-দুমাস পিছিয়ে দিতে অসুবিধার কী আছে?
advertisement
advertisement
প্রশাসনের উদ্যোগ আমরা দেখতে পারছি না। স্কুল বন্ধ করে দেওয়া, লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া কাজের কথা নয়। কলেজ স্ট্রিটের বই পাড়াতে বইমেলার মতো ভিড়, কোথাও কিছু বন্ধ নেই। কিন্তু একটা বিধিনিষেধ তো করা উচিত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'আগেই বলেছিলাম...' BJP-র সাফল্যে আশাবাদী হলেও সতর্কতায় জোর দিলীপ ঘোষের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement