পঞ্চায়েতে লকেট-অগ্নিমিত্রার 'সন্ত্রাস' নিদানেই সমর্থন দিলীপ ঘোষের! 'কেঁচো' 'সাপের' তত্ত্ব ফিরহাদের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh On Locket Agnimitra: তৃণমূলের 'সন্ত্রাস' মোকাবিলায় পাল্টা সন্ত্রাসের কথা দুই বিজেপি নেত্রীর মুখে।
কলকাতা: সন্ত্রাসের পাল্টা সন্ত্রাস! নিদান দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'সন্ত্রাসের সঙ্গে লড়াই করতে গেলে সন্ত্রাসের পথেই হাঁটতে হয়। আমরা সেই পথেই হাঁটব। কেউ যদি ইট মারে তাকে তো পাটকেল খেতেই হবে। তাকে তো আর আমরা বরণ করতে পারব না। তাই সন্ত্রাসের মোকাবিলা সন্ত্রাসের মতোন করেই হবে'।
আরেক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি,'রাজ্য পুলিশের তদারকিতে পঞ্চায়েত ভোট হলে রক্তগঙ্গা বয়ে যাবে'। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যদি শাসক দল তৃণমূল হিংসার আশ্রয় নেয় তবে মারের বদলা মারের নিদান দিয়েছেন অগ্নিমিত্রা পালও।
advertisement
advertisement
দলের সাংসদ লকেট এবং বিধায়ক অগ্নিমিত্রার 'হিংসা'-এর বক্তব্যকে কার্যত সমর্থন জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। লকেট চট্টোপাধ্যায়ের নিদান প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন,' যদি কেউ মারতে আসে তাহলে দাঁড়িয়ে মার খাব না আমরা। মহাভারতের যুদ্ধের প্রসঙ্গ টেনে দিলীপের মন্তব্য, 'ভগবান কৃষ্ণ শান্তি করার অনেক চেষ্টা করেছিলেন, যখন হল না, তখন যুদ্ধ। আমাদের বাঁচার অধিকার আছে, নির্বাচন লড়ার অধিকার আছে, ভোট লড়ার এবং গণতন্ত্রকে বাঁচাবার অধিকার আছে, সেই জন্য যে রাস্তার প্রয়োজন হবে সেই রাস্তাতেই আমরা হাঁটব'।
advertisement
আর অগ্নিমিত্রা পালের হুশিয়ারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন, 'ঠিকই বলেছেন । ২০১৮ তে যা বলেছিল, রেকর্ড হয়ে যাবে খুনোখুনির, সে জন্য তৃণমূল সেটাই চাইছে। ভয় দেখিয়ে কিম্বা পুলিশ ছাড়া কোনও ভোট তৃণমূল জিততে পারবে না। তবে এবারের পঞ্চায়েত ভোটে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করব'।
advertisement
গেরুয়া শিবিরের এই হুমকি, হুঁশিয়ারি, নিদান প্রসঙ্গে শাসক দলের তরফে হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, 'শান্তির বদলে শান্তি। সরকার সব সময় শান্তিতেই ভোট করাতে চায়'। পাশাপাশি ফিরহাদ হাকিম বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন ,' শান্তিতে ভোট করাতে চাইলে আমিও শান্তিতে ভোট করাব। সরকার আমাদের। কিন্তু কেঁচো হয়ে যদি তুমি লাফাও তাহলে সাপ হয়ে আমি কখনোই ফণা তুলবো না। উস্কানি দেওয়া বন্ধ করুন। বাংলায় পঞ্চায়েত নির্বাচন শান্তিতেই হবে'।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2022 8:15 AM IST