Dilip Ghosh Srabanti Chatterjee: শ্রাবন্তী ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ, সুর মেলালেন সুকান্তের সুরে! যা বললেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh Srabanti Chatterjee: শুক্রবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ছবিতে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। তাই ওঁনারা চলে যাচ্ছেন। আর যা যা বললেন...
#কলকাতা: বৃহস্পতিবারই বিজেপি ত্যাগ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই প্রসঙ্গে শুক্রবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Srabanti Chatterjee) বলেন, "ছবিতে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। তাই ওঁনারা চলে যাচ্ছেন। এর পাশাপাশি তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেনি তিনি। ক্ষোভ উগরে দেন শাসকদলের বিরুদ্ধে। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, "তৃণমূলে একজনই পুরুষ, বাকিরা মহিলা।"
প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিজেপি ত্যাগ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Srabanti Chatterjee) বলেন, "ছবিতে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। তাই ওঁনারা চলে যাচ্ছেন। এর পাশাপাশি তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেনি তিনি। সেইসঙ্গে দলবিরোধী মন্তব্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
advertisement
advertisement

বিক্ষুব্ধদের কড়া হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, "কেউ কেউ পদে থেকে দায়িত্ব নিয়ে দলবিরোধী মন্তব্য করেন, এতে বেশি ক্ষতি হয়। অনেকে অনেক কিছু বলছেন। পদাধিকারীরা যদি এমন কাজ করেন তাহলে বেশি ক্ষতি হয় এবং সংগঠনেরও ক্ষতি করছেন তাঁরা। পদাধিকারী যদি এমন কথা বলে থাকে, তাঁকে পদ থেকে মুক্ত করে দেওয়া হবে। দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক।"
advertisement
শ্রাবন্তী প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh Srabanti Chatterjee) বলেন, "রাজনীতিতে এমন লোককে রাখা হয় তাঁকে চেনে বলে। জেতার সম্ভাবনা বেশি বলে। দল ভেবেছে এতে লাভ হবে। এমন সব দলই করে। তৃণমূলও করেছে। অনেকে জিতেছেন। সিনেমার তারকা বলেই তাঁকে গুরুত্ব দেওয়া হয়। কারণ তাঁদের জনপ্রিয়তা আছে। এর আগে বাপ্পি লাহিড়ী ছিলেন। বাবুল সুপ্রিয় এসেছিলেন, তিনি ২ বার সাংসদ হয়েছেন। লকেট চট্টোপাধ্যায়ও তো সিনেমায় ছিলেন। তিনি আমাদের দলে এসেছেন। লড়াই করেছেন। দল তাঁকে গুরুত্ব দিয়েছে। যাঁরা রাজনীতিই বোঝেন না, তাঁরা আজ হতাশ হচ্ছেন। যেসব সেলেবরা চলে যাচ্ছেন একটাই কারণ তাঁদের কোনও ছবিতে অভিনয় করতে দেওয়া হচ্ছে না। তাই তাঁরা চলে যাচ্ছেন।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2021 11:43 AM IST