Sukanta Majumdar Tathagata Roy On Srabanti: 'BJP করলে টলিউডে কাজ মিলছে না': সুকান্ত, শ্রাবন্তীর দল ছাড়া নিয়ে মুখ খুললেন তথাগত-শমিকরা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sukanta Majumdar Tathagata Roy On Srabanti: শ্রাবন্তীর দল ছাড়া নিয়ে প্রতিক্রিয়া বিজেপিতে। গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের কুনাল ঘোষ।
লক্ষ্মীবারে বিজেপি ছাড়লেন অভিনেত্রী ও বিজেপি নেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ট্যুইটে তাঁর দল ছাড়ার কারণও স্পষ্ট করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার দল ছাড়ার কথা ঘোষণা করে শ্রাবন্তী ট্যুইটে লেখেন, ‘যে দলের হয়ে আমি গত বিধানসভা ভোটে লড়েছি সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। কারণ, বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উল্লেখ্য, গত সোমবার মুখ্যমন্ত্রীর বিজয় সমাবেশে রূপাঞ্জনা মিত্রের মতোই আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তী। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। তখন তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছিল যে, তিনি বিজেপি ছাড়ার কথা ঘোষণা না করে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আসতে চান না। যদিও এ বিষয়ে শ্রাবন্তী নিজে কোনও মন্তব্য করেননি সেই সময়।
advertisement
একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে, ১ মার্চ, বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম কেন্দ্রে তাঁকে প্রার্থী করে বিজেপি। কিন্তু তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। এখানেই শেষ নয়। হারের পরও ঘরে বাইরে কটাক্ষের শিকার হন নায়িকা। কখনও বিরোধী দল, কখনও বা নিজের দলের কর্মীরা তাঁকে ঘিরে নানা মন্তব্য করেন বলে অভিযোগ।
advertisement
advertisement
দোলের দিন একটি অনুষ্ঠানে গিয়ে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে ছবি তোলা নিয়েও একাধিকবার কটূক্তি করেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়। ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে?’