Dilip Ghosh: হঠাৎ 'নকুলদানা' বিলি করছেন দিলীপ ঘোষ! কিন্তু কেন? 'আসল কারণ' যা বললেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: হাঁসখালির ঘটনা প্রসঙ্গে বুদ্ধিজীবীদের একহাত নেন দিলীপ ঘোষ। প্রশ্ন তুললেন, "হাঁসখালির ঘটনায় কোনও মোমবাতি মিছিল হয়নি কেন?"
#কলকাতা: কিছুদিন ধরেই রাজ্যে ৩৫৬ ধারা জারি করা নিয়ে বিরোধীরা সরব হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও দাবি করেছেন ৩৫৬ ধারার। বুধবার ফের বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বললেন রাজ্যে ৩৫৬ ধারা জারি করার সময় এসেছে। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, একটা সরকার একবছরও হয়নি জনমত নিয়ে এসেছে, তার মধ্যে ৩৫৬ ধারার দাবি উঠেছে মানে বোঝা যাচ্ছে সরকার কতটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার ফের একবার সেই প্রসঙ্গে সওয়াল করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি (Dilip Ghosh)। তিনি এদিন বলেন, "যে রক্ষা করবে বলে মানুষ ভোট দিয়েছিল সেই এখন লুঠ করছে। কেন্দ্রের কাছে তাই আবেদন মানুষের স্বার্থ সুরক্ষিত করুক কেন্দ্রীয় সরকার।"
advertisement
advertisement
এদিন হাঁসখালির ঘটনা (Hashkhali Incident) প্রসঙ্গে বুদ্ধিজীবীদের একহাত নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "হাঁসখালির ঘটনায় কোনও মোমবাতি মিছিল হয়নি কেন?" - বুদ্ধিজীবীদের তীব্র কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "মোমবাতি দেখিয়ে পেট চলত। পেটে এত চর্বি হয়ে গিয়েছে। হাঁটতে অসুবিধা হয়ে গিয়েছে। মোমবতি দেখিয়ে আগে দোকান চলত। এখন মোমবাতি দেখালে দানাপানির অসুবিধা হয়ে যাবে। এদের কাছ থেকে কিছু আশা করবেন না।" পাশাপাশি বুদ্ধিজীবীদের একাংশের সামাজিক মাধ্যমে পোস্ট প্রসঙ্গে দিলীপ বলেন, "সোশ্যাল মিডিয়া এখন শর্টকাট মাধ্যম হয়ে গিয়েছে। এতে তেমন কোনও লাভ হয় না।"
advertisement
সবাইকে চমকে দিয়ে এদিন রামমন্দিরের প্রসাদ নকুলদানা বিলি করতে দেখা যায় দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। এনিয়ে তিনি বলেন - "আমি সবাইকে রামমন্দিরের প্রসাদ নকুলদানা খাওয়াচ্ছি। এতদিন যিনি নকুলদানা খাওয়াতেন তিনি এখন হাসপাতালের ভাত খাচ্ছেন। সেই দায়িত্বটা নিতে হবে। বাকি জীবনটা লালুপ্রসাদের মত কাটবে ওনার। তাই তাঁর দায়িত্ব আমরা পালন করছি।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2022 10:02 AM IST