Dilip Ghosh: ইডি কেন রাজ্যে? CBI তদন্তে সর্ষের মধ্যে 'ভূত' পাচ্ছেন খোদ দিলীপ, দিলেন 'সেটিং' তত্ত্ব!

Last Updated:

Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, 'তবে ওষুধ কম হচ্ছে অসুখ অনুযায়ী। অনেকেই বিক্রি হয়। কেউ লক্ষে কেউ কোটিতে। সিবিআই এতদিন তদন্ত করছিল কিছু সেরকম তথ্য প্রমাণ বার করতে পারছিল না। হয়ত সর্ষের মধ্যেই ভূত ছিল।'

কী বললেন দিলীপ ঘোষ?
কী বললেন দিলীপ ঘোষ?
#কলকাতা: রাজ্যে সারদা, নারদা সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই সিবিআই তদন্ত নিয়ে এবার সরব বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি  দিলীপ ঘোষ। রবিবার শহরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানের মঞ্চে দিলীপ ঘোষের মন্তব্য, ''সিবিআই গত কয়েক বছর ধরে এখানে সেটিং করছিল। অর্থ মন্ত্রক সবকিছু বুঝেই ইডি পাঠিয়েছে বাংলায়। সেটিং যারা করেছে এখন তাঁরা বলছে, 'ইডি কেন?' কারণ এই কুকুরটা পোষ মানবে না, বড় কুকুর কামড়াবে। একইসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'তবে ওষুধ কম হচ্ছে অসুখ অনুযায়ী। অনেকেই বিক্রি হয়। কেউ লক্ষে কেউ কোটিতে। সিবিআই এতদিন তদন্ত করছিল কিছু সেরকম তথ্য প্রমাণ বার করতে পারছিল না। হয়ত সর্ষের মধ্যেই ভূত ছিল।'
advertisement
অনুষ্ঠান মঞ্চে কাজি মাসুম আখতারের প্রশ্ন ছিল, সারদা, নারদা ওয়াকফে সঠিক তদন্ত হয়নি। আপনার মাধ্যমে ভারত সরকারের কাছে প্রকৃত তদন্তের আবেদন জানাই। অনুষ্ঠান শেষে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে প্রশ্ন করা হয়, 'সিবিআই ডোজ কি কম হয়ে গেছে?' উত্তরে দিলীপ ঘোষ বলেন, "আমার সভাপতিত্বর সময়ে সিবিআই অফিস অভিযান করি আমরা।সিবিআই-ইডি চেষ্টা করছে। তবে এ সবের জন্য সিবিআই ইডির বড় বাহিনী দরকার। রাজ্য তদন্তে সহযোগিতা করছে না। ডোজ আরও বাড়ানো হচ্ছে। সবাইকেই তদন্তের আওতায় আনা উচিত।'
advertisement
রবিবার দিলীপের এই চাঁছাছোলা মন্তব্যে জল্পনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সিবিআই তদন্তে কী সেটিং, কার কার সঙ্গে সেটিং তাই এখন জানতে চাইছেন রাজ্যবাসী। গরুপাচারে অনুব্রত মণ্ডলের সিবিআই গ্রেফতার নিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দিলীপ ঘোষের সেটিং তত্ব পরোক্ষে সিবিআই ওপর চাপ আরও বাড়বে বলেই মত অনেকের। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি তদন্তে প্রথম গ্রেফতার করেছে ইডি। সিবিআই পরে গ্রেফতার করে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ইডি কেন রাজ্যে? CBI তদন্তে সর্ষের মধ্যে 'ভূত' পাচ্ছেন খোদ দিলীপ, দিলেন 'সেটিং' তত্ত্ব!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement