Amartya Sen।। Visva Bharati University land Dispute: নথি ঠিক না ভুল? অমর্ত্য সেন জমি বিতর্কে শোরগোল পৌঁছল দিল্লিতেও

Last Updated:

দিলীপ ঘোষ বলেন, "অমর্ত্য সেনও কিছু পাওয়ার জন্য ওঁকে সার্টিফিকেট দিচ্ছেন। পেলেনও। ওঁকে নাকি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। কী দরকার ওঁকে নিরাপত্তা দেওয়ার। কে শত্রু আছে ওঁর। কেউ শত্রু নেই। উনি নিজে বিতর্কে জড়িয়েছেন।"

নয়াদিল্লি: বিষয় অর্মত্য সেনের জমি। আর সেই জমি নিয়ে রীতিমতো জমে উঠেছে বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চ। একদিকে, বিজেপি, অন্যদিকে তৃণমূল। যুক্তিতক্কো, কাদা ছোড়াছুড়ি চলছেই।
গত মঙ্গলবারই অমর্ত্য সেনকে মুখ্যমন্ত্রীর দেওয়া নথি 'ভুল' বলে দাবি করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য। এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সুখেন্দুশেখর রায়। বললেন, "নোবেলজয়ী প্রবীণ নাগরিককে যিনি অপমান করতে পারেন, তাঁর আয়নায় মুখ দেখা উচিত।"
আরও পড়ুন: বিয়ের আসর চলছিল, হঠাৎই দাউদাউ করে জ্বলে উঠল চারপাশ, ধানবাদের বহুতলে আগুনে আটকে ৩ শিশু সহ মৃত ১৪
গত সোমবারই বীরভূম সফরকালে শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি 'প্রতীচী'তে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে কথা বলেন, তাঁর বাড়িতে চা-ও খান। সবশেষে, অমর্ত্য সেনের হাতে জমির নথিপত্র তুলে দেন মমতা। তারপরে সাংবাদিক বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে নিন্দায় সরব হতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
advertisement
advertisement
এরপরেই জমি বিতর্ক নিয়ে ফের তাঁর প্রতিক্রিয়া জানান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মুখ্যমন্ত্রীকে বেনজির ভাবে আক্রমণ করে তিনি পাল্টা দাবি করেন, "যে নথিপত্র মুখ্যমন্ত্রী দিয়েছেন তা ভুল। তার কারণ, এই জমিটা অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনের নামে। লিজ জমি কখনও মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের নামে হস্তান্তরিত হয় না। যে তথ্যটা মুখ্যমন্ত্রীর স্তাবকেরা তাঁকে দেননি।"
advertisement
আরও পড়ুন:'মুখ্যমন্ত্রীর দেওয়া নথি ভুল!' অমর্ত্য সেনের জমি নিয়ে এবার বিস্ফোরক দাবি বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর!
বিদ্যুৎ চক্রবর্তী আরও বলেন,"২০০৬ সালে জমির মিউটেশন হয়। জমিটির মিউটেশন বাবদ প্রতি বিঘায় কর অনুযায়ী ১৮ হাজার ৯৪০ তিনি রাজ্যকে দিয়েছেন। ৩৩ ডেসিমেল অনুযায়ী এক বিঘা জমি হয়। যদি অমর্ত্য সেনের কাছে সেই জমিটা থাকত, তাহলে উনি ১৩৮ ডেসিমেলের কর দিতেন। কিন্তু তিনি তো সেটা দেননি। তাই উনি ভাল করেই জানতেন যে ওঁর কতটা জমি আছে। ২০০৬ সালে জমিটার ট্রান্সফার করা হয়। তখন সেই ডকুমেন্ট আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিই।"
advertisement
উপাচার্যের এহেন মন্তব্যের পরে ফের বিতর্কের আগুনে ঘি পড়ে। শোরগোল পৌঁছে যায় দিল্লিতেও। এ নিয়ে দিল্লিতে থাকা সুখেন্দুশেখর রায় বলেন, "বিশ্বভারতীর উপাচার্য অপমানিত হয়েছেন বলে মনে করছেন। ওঁর যে মান সম্মানবোধ আছে জেনে খুশি হলাম। যিনি কেন্দ্রীয় সরকারের ক্ষমতার মদমত্ততায় একজন বিশ্বজয়ী, নোবেলজয়ী প্রবীণ নাগরিককে অপমান করতে পারেন, তাঁর আয়নায় মুখ দেখা উচিত।"
advertisement
যদিও বিজেপি নেতা এবং সাংসদ দিলীপ ঘোষও পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি। তিনি বলেছেন, "জমির দলিল নেই, একথা কেউ বলেননি। উনি অধিক জমি দখল করে রেখেছেন, এমন অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমিন নিয়ে গিয়ে জমি জরিপ করতেন, সেটা ভাল হতো।"
এরপরেই দিলীপের অভিযোগ, আসলে দেওয়া-নেওয়ার রাজনীতি চলছে। তাঁর দাবি, " অমর্ত্য সেনকে দিয়ে ছবি ভাল করার চেষ্টা করছেন। ভোট পাওয়ার চেষ্টা করছেন।অমর্ত্য সেনও কিছু পাওয়ার জন্য ওঁকে সার্টিফিকেট দিচ্ছেন। পেলেনও। ওঁকে নাকি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। কী দরকার ওঁকে নিরাপত্তা দেওয়ার। কে শত্রু আছে ওঁর। কেউ শত্রু নেই। উনি নিজে বিতর্কে জড়িয়েছেন।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amartya Sen।। Visva Bharati University land Dispute: নথি ঠিক না ভুল? অমর্ত্য সেন জমি বিতর্কে শোরগোল পৌঁছল দিল্লিতেও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement