হোম /খবর /দেশ /
বিয়ের আসর চলছিল, হঠাৎই দাউদাউ করে জ্বলে উঠল চারপাশ, ধানবাদে আগুনে পুড়ে মৃত ১৪

Dhanbad Fire: বিয়ের আসর চলছিল, হঠাৎই দাউদাউ করে জ্বলে উঠল চারপাশ, ধানবাদের বহুতলে আগুনে পুড়ে মৃত্যু ৩ শিশু সহ ১৪ জনের

মৃত ১৪ জনের মধ্যে ১০ জন মহিলা, ৩টি শিশু ও ১ জন পুরুষ রয়েছে বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ১৬০ কিলোমিটার দূরে জোড়াফটক এলাকা। এখানকারই একটি ১৩ তলা আবাসনের নাম আশীর্বাদ টাওয়ার।

  • Share this:

ধানবাদ: ধানবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে আটকে পড়ে ৩ শিশু সহ ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান দমকলকর্মীদের।

মৃত ১৪ জনের মধ্যে ১০ জন মহিলা, ৩টি শিশু ও ১ জন পুরুষ রয়েছে বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ১৬০ কিলোমিটার দূরে জোড়াফটক এলাকা। এখানকারই একটি ১৩ তলা আবাসনের নাম আশীর্বাদ টাওয়ার।

গত মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ সেই আশীর্বাদ টাওয়ারেরই একটি ফ্ল্যাট থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই দমকলের ৫টি ইঞ্জিন ও ১২টিরও বেশি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছয়।

একে একে ১০-১২ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় ঝলসে যাওয়া মৃতদেহও। আপৎকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।

আরও পড়ুন: ৪২ আসনে বিধানসভা ভোটে ত্রিপুরায় লড়াই করতে চলেছে তিপ্রামোথা

আরও পড়ুন: এবারের ভোটে ত্রিপুরার 'কিং'-ই হয়ে উঠতে পারেন অন্যতম 'কিং মেকার'। ব্যাপারটা কী?

রাতে ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানান, ঘটনায় তিনি শোকাহত। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেনও।

ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার জানিয়েছেন, ওই বিল্ডিংয়ে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। তবে কী ভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Jharkhand