Dilip Ghosh and Suvendu Adhikari| উত্তরবঙ্গে বৈঠক, অন্ধকারে খোদ শুভেন্দু-দিলীপ? মহানাটক এবার দলের অন্দরেই...
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh and Suvendu Adhikari| সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানতেন, কিন্তু তাঁকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।
#কলকাতা: ভাঙনের মাঝেও আত্মবিশ্বাস অটুট, বুধবার সাংবাদিক বৈঠক করে এমন ছবিটাই তুলে ধরতে চাইছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু ততক্ষণে যে লক্ষীন্দরের বাসরঘরে সর্পছিদ্র ধরা পড়ে গিয়েছে। হ্যাঁ, বিজেপির হাতের পাঁচ উত্তরবঙ্গে বিজেপি বিধায়কের বৈঠক নিয়ে এবার জটিলতা দলের অন্দরেই। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) নাকি জানতেনই না বৈঠকের বিষয়ে। সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানতেন, কিন্তু তাঁকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।
একটি সমর্থিত সূত্র জানাচ্ছে, বৈঠকের আগের রাতে রাজ্য বিজেপির একটি ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ নিজে।উত্তরবঙ্গে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক হবে, কিন্তু রাজ্য সভাপতির সঙ্গে সে বিষয়ে কথাই বলা হল না? প্রশ্ন তোলেন দিলীপ। শুভেন্দু তখন জানান, এই বৈঠক যে হবে, সে কথা তাঁকে মনোজ তিগগা জানিয়েছিলেন, কিন্তু বৈঠকে থাকার আমন্ত্রণ জানাননি। ততক্ষণে অবশ্য বহু সংবাদমাধ্যমে খবর চাউর হয়ে গিয়েছিল যে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ ছুটছেন ভাঙন সমস্যার সমাধানে।
advertisement
এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী হস্তক্ষেপ করেন। মনোজ তিগগার কাছে ব্যাখ্যা চান তিনি। কারণ বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজই উত্তরবঙ্গের এই বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন। অমিতাভ ব্যাখ্যা চাইতেই মনোজ ভুল স্বীকার করেন বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে।তিনি ভুল করেছেন, তিনি বুঝতে পারেননি, এ রকম ভুল আর কখনও হবে না- ভার্চুয়াল বৈঠকে মনোজ এই কথা বলেন বলে জানা যাচ্ছে।তার পরে বিষয়টি নিয়ে আর সওয়াল - জবাব চালাননি দিলীপ ঘোষ।
advertisement
advertisement
এদিকে বৈঠকের খবর বেশ কয়েক জন বিধায়কের কাছে সময় মতো পৌঁছয়নি বলেও বিজেপি সূত্রের খবর। মালদহের বিজেপি বিধায়ক গোপাল সাহাও ঠিক মতো আমন্ত্রণ পাননি বলে দলের একাংশের দাবি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 02, 2021 8:00 AM IST










