Dilip Ghosh on Arjun Singh: 'যাঁদের সামনে আনা হয়েছিল, তাঁরাই চলে যাচ্ছেন', অর্জুনের দলত্যাগে আক্ষেপ দিলীপের

Last Updated:

অর্জুন সিং-ও বাবুল সুপ্রিয়র মতো সাংসদ পদে ইস্তফা দেবেন কি না, তা অর্জুনের ব্যক্তিগত নৈতিকতার বিষয় বলে দাবি করেছেন দিলীপ ঘোষ৷

অর্জুনের দলত্যাগে বিজেপি-র ক্ষতি মানতে নারাজ দিলীপ৷
অর্জুনের দলত্যাগে বিজেপি-র ক্ষতি মানতে নারাজ দিলীপ৷
#কলকাতা: ফের বড় ধাক্কা খেল রাজ্য বিজেপি৷ বাবুল সুপ্রিয়র পর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ তফাত বলতে অর্জুন তৃণমূলেই ছিলেন, সেখানেই ফিরলেন৷ অর্জুনের এই দলবদলে বিজেপি-র থেকেও রাজনীতির বেশি ক্ষতি বলে মনে করছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷ একই সঙ্গে তাঁর আক্ষেপ, দলে যাঁদেরকে সামনের সারিতে নিয়ে আসা হয়েছিল, তাঁরাই এখন বিজেপি ছাড়ছেন৷
অর্জুন সিং-এর দলবদল আসলে রাজ্যে বিজেপি-র জন্য অশনি সঙ্কেত কি না, সেই প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'অশনি সঙ্কেত কিছু না৷ অনেক লোক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছিলেন৷ এখন দেখছেন যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তা পূরণ হচ্ছে না৷ ক্ষমতার কাছাকাছি দল এলে অনেক লোক আসে৷ ক্ষমতার অলিন্দে সবাই থাকতে চায়৷ ক্ষমতার বিরুদ্ধে থাকা সবসময়ই মুশকিল৷ '
advertisement
advertisement
দল বদল করে অর্জুন সিং প্রথমেই অভিযোগ করেছেন, বিজেপি নেতারা ফেসবুকে রাজনীতি করেন৷ পাল্টা দিলীপ ঘোষের প্রশ্ন, 'ফেসবুকে রাজনীতি করলে তো বিজেপি নেতাদের বিরুদ্ধে এত মামলা হত না৷ অর্জুন সিং-এর বিরুদ্ধেও তো অনেক মামলা হয়েছে৷ আমার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রতিটি কোর্টে মামলা আছে৷ উনি প্রশাসনের চাপ, অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মসমর্পণ করেছেন৷'
advertisement
তবে অর্জুন সিং-ও বাবুল সুপ্রিয়র মতো সাংসদ পদে ইস্তফা দেবেন কি না, তা অর্জুনের ব্যক্তিগত নৈতিকতার বিষয় বলে দাবি করেছেন দিলীপ ঘোষ৷ এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, 'রাজনীতিতে নৈতিকতা ধীরে ধীরে কমে যাচ্ছে৷ এসবে দলের লাভ- ক্ষতির থেকেও রাজনীতির ক্ষতি বেশি হয়৷'
advertisement
অর্জুনের দলবদল প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের বঙ্গ বিজেপি-র ভিতরের আদি-নব্য দ্বন্দ্ব সামনে নিয়ে এসেছেন দিলীপ ঘোষ৷ আক্ষেপের সুরে তিনি বলেন, '২০১৯ সাল থেকে রাজ্যে দল যেভাবে দ্রুত বিস্তার লাভ করেছে, তার পিছনে যে কর্মীরা ছিলেন তাঁদেরকে ব্যাকফুটে চলে যেতে বাধ্য করা হয়েছে৷ যাঁদেরকে ফ্রন্টফুটে আনা হয়েছিল তারাই চলে যাচ্ছেন।' তবে অর্জুন দল ছাড়ায় নিজস্ব কায়দাতেই দিলীপ বলেছেন, 'এসেছিলেন স্বাগত, চলে যাচ্ছেন টা টা৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh on Arjun Singh: 'যাঁদের সামনে আনা হয়েছিল, তাঁরাই চলে যাচ্ছেন', অর্জুনের দলত্যাগে আক্ষেপ দিলীপের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement