Dilip Ghosh on Arjun Singh: 'যাঁদের সামনে আনা হয়েছিল, তাঁরাই চলে যাচ্ছেন', অর্জুনের দলত্যাগে আক্ষেপ দিলীপের

Last Updated:

অর্জুন সিং-ও বাবুল সুপ্রিয়র মতো সাংসদ পদে ইস্তফা দেবেন কি না, তা অর্জুনের ব্যক্তিগত নৈতিকতার বিষয় বলে দাবি করেছেন দিলীপ ঘোষ৷

অর্জুনের দলত্যাগে বিজেপি-র ক্ষতি মানতে নারাজ দিলীপ৷
অর্জুনের দলত্যাগে বিজেপি-র ক্ষতি মানতে নারাজ দিলীপ৷
#কলকাতা: ফের বড় ধাক্কা খেল রাজ্য বিজেপি৷ বাবুল সুপ্রিয়র পর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ তফাত বলতে অর্জুন তৃণমূলেই ছিলেন, সেখানেই ফিরলেন৷ অর্জুনের এই দলবদলে বিজেপি-র থেকেও রাজনীতির বেশি ক্ষতি বলে মনে করছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷ একই সঙ্গে তাঁর আক্ষেপ, দলে যাঁদেরকে সামনের সারিতে নিয়ে আসা হয়েছিল, তাঁরাই এখন বিজেপি ছাড়ছেন৷
অর্জুন সিং-এর দলবদল আসলে রাজ্যে বিজেপি-র জন্য অশনি সঙ্কেত কি না, সেই প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'অশনি সঙ্কেত কিছু না৷ অনেক লোক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছিলেন৷ এখন দেখছেন যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তা পূরণ হচ্ছে না৷ ক্ষমতার কাছাকাছি দল এলে অনেক লোক আসে৷ ক্ষমতার অলিন্দে সবাই থাকতে চায়৷ ক্ষমতার বিরুদ্ধে থাকা সবসময়ই মুশকিল৷ '
advertisement
advertisement
দল বদল করে অর্জুন সিং প্রথমেই অভিযোগ করেছেন, বিজেপি নেতারা ফেসবুকে রাজনীতি করেন৷ পাল্টা দিলীপ ঘোষের প্রশ্ন, 'ফেসবুকে রাজনীতি করলে তো বিজেপি নেতাদের বিরুদ্ধে এত মামলা হত না৷ অর্জুন সিং-এর বিরুদ্ধেও তো অনেক মামলা হয়েছে৷ আমার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রতিটি কোর্টে মামলা আছে৷ উনি প্রশাসনের চাপ, অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মসমর্পণ করেছেন৷'
advertisement
তবে অর্জুন সিং-ও বাবুল সুপ্রিয়র মতো সাংসদ পদে ইস্তফা দেবেন কি না, তা অর্জুনের ব্যক্তিগত নৈতিকতার বিষয় বলে দাবি করেছেন দিলীপ ঘোষ৷ এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, 'রাজনীতিতে নৈতিকতা ধীরে ধীরে কমে যাচ্ছে৷ এসবে দলের লাভ- ক্ষতির থেকেও রাজনীতির ক্ষতি বেশি হয়৷'
advertisement
অর্জুনের দলবদল প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের বঙ্গ বিজেপি-র ভিতরের আদি-নব্য দ্বন্দ্ব সামনে নিয়ে এসেছেন দিলীপ ঘোষ৷ আক্ষেপের সুরে তিনি বলেন, '২০১৯ সাল থেকে রাজ্যে দল যেভাবে দ্রুত বিস্তার লাভ করেছে, তার পিছনে যে কর্মীরা ছিলেন তাঁদেরকে ব্যাকফুটে চলে যেতে বাধ্য করা হয়েছে৷ যাঁদেরকে ফ্রন্টফুটে আনা হয়েছিল তারাই চলে যাচ্ছেন।' তবে অর্জুন দল ছাড়ায় নিজস্ব কায়দাতেই দিলীপ বলেছেন, 'এসেছিলেন স্বাগত, চলে যাচ্ছেন টা টা৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh on Arjun Singh: 'যাঁদের সামনে আনা হয়েছিল, তাঁরাই চলে যাচ্ছেন', অর্জুনের দলত্যাগে আক্ষেপ দিলীপের
Next Article
advertisement
বিভিন্ন গাড়ি থেকে কালেকশন নিয়ে রাখত নিজের কাছেই! সোনারপুরে তিন বছর ধরে আর্থিক প্রতারণা, গ্রেফতার এক
বিভিন্ন গাড়ি থেকে কালেকশন নিয়ে রাখত নিজের কাছেই! তিন বছর ধরে আর্থিক প্রতারণা, গ্রেফতার ১
  • পক সাউ নামে এক যুবককে সোনারপুর থেকে আর্থিক প্রতারণা

  • ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীপক সাউ প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাৎ

  • পুলিশ দীপক সাউকে জিজ্ঞাসাবাদ করছে এবং আত্মসাৎ করা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে

VIEW MORE
advertisement
advertisement