কলকাতা: ফের তৃণমূলের বাবুল সুপ্রিয়কে বিঁধলেন বিজেপির দিলীপ ঘোষ। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, কলকাতা পুরসভার মেয়র প্রার্থী হিসাবে নাকি ভাবা হচ্ছে বাবুল সুপ্রিয়কে (Dilip Ghosh Babul Supriyo)। রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা শুরু হলেও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ব্যাখ্যা, এই সব রটনা নাকি ‘লোককে খাওয়ানোর জন্যই’।
মঙ্গলবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সদ্য গেরুয়া শিবির থেকে ঘাসবলয়ে পা রাখা বাবুল সুপ্রিয় (Dilip Ghosh Babul Supriyo) নাম মেয়র পদপ্রার্থী হিসাবে উঠেছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল কিছুই করবে না বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo) নিয়ে। কিছুই দেবে না, শুধু ঝুনঝুনি দেবে।”
আরও পড়ুন: বড় খবর! নারদ মামলায় অন্তর্বর্তী জামিন ফিরহাদ-মদন-শোভনদের! দেওয়া হল শর্ত...
রাজনৈতিক অলিন্দে বাবুল বনাম দিলীপ আক্রমণ পাল্টা আক্রমণ (Dilip Ghosh Babul Supriyo) নতুন নয়। কলকাতার বাবুল সুপ্রিয় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “বাবুল সুপ্রিয় কলকাতায় কবে কাজ করেছেন? উনি কলকাতার ভোটারও নন।” এরপরই সাংবাদিকদের উদ্দেশে এই প্রসঙ্গের প্রেক্ষিতে তিনি বলেন, “ওটা আপনাদের খাওয়ানোর জন্য করা হয়েছে, ওটা কিছুই হবে না।”
সম্প্রতি রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়, কলকাতায় মেয়র পদপ্রার্থী হিসাবে বাবুলকে ভাবা হচ্ছে। শীর্ষ নেতৃত্ব তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় তাঁর নাম রয়েছে এমনটাও শোনা যায়। প্রসঙ্গত, এর আগেও বাবুলকে (Babul Supriyo) একাধিকবার কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সরাসরি বাবুলকে তোপ দেগে বলেছিলেন, “যতদিন বিজেপিতে ছিলেন ততদিন বিজেপির ব্যাঙ ছিলেন। বিজেপির মতো মহাসমুদ্রে টিকতে পারেননি। তাই ডোবায় গিয়ে ডুব দিয়েছেন।” এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে আরও বলেন, “যে বা যাঁরা দল ছেড়ে যাচ্ছেন তাঁদের ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের যাওয়ায় বিজেপির কোনও ক্ষতি হবে না।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babul supriyo, Dilip Ghosh, Kolkata Mayor