Dilip Ghosh: 'ওখানে তো চা দেওয়ারও লোক পান না...', কাকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ?

Last Updated:

Dilip Ghosh: দিলীপ ঘোষের সংযোজন, ''মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও লখনউ, পাটনা গিয়েছেন। কিছুই প্রভাব পড়েনি। ওখানে ওঁর পার্টি বলতেই কিছু নেই, বাকিদের কী সাহায্য করবেন?

দিলীপ ঘোষের কটাক্ষ
দিলীপ ঘোষের কটাক্ষ
#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর প্রদেশ সফরকে কটাক্ষ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন তিনি বলেন, ''আগে পশ্চিমবঙ্গের মুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি নিজেই দেশের নেতা হতে চেয়েছেন। ওঁকে ওখানে এক কাপ চা দেওয়ার কেউ নেই।'' যদিও দিলীপ ঘোষ পাল্টা কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ''দিলীপ বাবু যখন হাফপ্যান্ট করে আরএসএস করতেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ। সাত বারের সাংসদ নেত্রী। গত বিধানসভা নির্বাচনে একাই বিজেপি-কে ধুয়েমুছে সাফ করে দিয়েছেন।''
অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হতে চলা বৈঠক জাতীয় রাজনীতিতেও আলাদা মাত্রা পেয়েছে। এদিনও ফের বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ওই প্রসঙ্গে বলেন, ''এমন বৈঠক এর আগেও হয়েছে। অখিলেশ যাদব ও অনেকে এসেছেন ২০১৯ সালে। কিন্তু কে কাকে সাহায্য করেছে! সবারই তো আসন কমেছে, অনেকের প্রতিনিধিই নেই এখন লোকসভায়। এই সব নাটক নির্বাচনের আগে হয়। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা হয় যে এই করে দেব, ওই করে দেব।" এরপরই দিলীপের সংযোজন, ''আগে পশ্চিমবঙ্গের মুখ হোন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর অন্য কিছু হবেন।''
advertisement
advertisement
দিলীপের সংযোজন, ''মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও লখনউ, পাটনা গিয়েছেন। কিছুই প্রভাব পড়েনি। ওখানে ওঁর পার্টি বলতেই কিছু নেই, বাকিদের কী সাহায্য করবেন? তৃণমূলের কী প্রভাব আছে উত্তরপ্রদেশে? আসলে অখিলেশ যাদব বুঝতে পেরেছেন, পরাজয় নিশ্চিত। তাই নতুন লোক নিয়ে ভিড় করার চেষ্টা করছেন। ওখানকার লোক যোগীকে দেখেছেন। সবাই সব দেখেই ভোট দেবেন।"
advertisement
পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, ''দিলীপ বাবু হেরে ভূত হয়ে এখন বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ হতে আগে। এগুলো রাজনৈতিক হতাশার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বভারতীয় নেত্রী, সেই সার্টিফিকেট দিলীপ বাবুকে দিতে হবে না।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'ওখানে তো চা দেওয়ারও লোক পান না...', কাকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement