Dilip Ghosh: 'বিরোধীশূন্য করার চক্রান্ত চলছে', এ কী বললেন দিলীপ ঘোষ! তুমুল শোরগোল বঙ্গে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: একাধিক বিষয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।
কলকাতা: নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা সংসদ দিলীপ ঘোষ। সেখানেই একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি।
শুরুটা হয়েছিল মনোনয়ন পর্ব থেকে। ভোট মিটলেও ভাঙড়ে সন্ত্রাস চলছেই।
ভাঙড়ে সারা বছরই সন্ত্রাস চলে সেটাকে বাড়ানো হয়েছে বাইরে থেকে নেতাদের পাঠিয়ে বাইরে থেকে বোম বন্দুক গুন্ডা পাঠিয়ে ওখানে হিংসা বাড়ানো হয়েছে এবং চালিয়ে যাওয়া হচ্ছে ওখানে যেহেতু একজন বিরোধী পার্টির এমএলএ জিতেছে, সেজন্য ওখানকার সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হচ্ছে এবং যে পার্টি জিতেছে, তাদের কিছু করতে দেওয়া হচ্ছে না। বিরোধী শূন্য করার রাজনীতি যে পশ্চিমবঙ্গে চলছে, তার নিদর্শন হচ্ছে ভাঙড়।
advertisement
advertisement
পঞ্চায়েত ভোটে বাংলায় বেলাগাম সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে বিজেপি-র Fact Finding দল। কোচবিহারের হিংসা কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
এই যে হিংসা হয়েছে পশ্চিমবঙ্গের ভোটকে কেন্দ্র করে হয়ে চলেছে, তাতে আমাদের পার্টির বহু কার্যকর্তা মারা গেছেন, বাড়িছাড়া করা হয়েছে বহু লোককে, আক্রমণ করা হয়েছে, হাসপাতালে আছেন সিরিয়াস কন্ডিশনে, অনেকে বাড়ি ছাড়া আছেন এখনও জেতার পরে বহু ক্যান্ডিডেট যারা বিভিন্ন জায়গায় পার্টি অফিসে বাইরে রাখতে হয়েছে, ওদের এই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আমাদের Fact Finding কমিটি যেটা এসেছে দিল্লি থেকে, তারা ঘুরে ঘুরে সব জায়গায় যাচ্ছেন, দুর্গম জায়গাও গেছেন, সাধারণ মানুষ আমাদের পার্টির লোকদের সঙ্গে কথা বলেছেন, তারপরে যা পরিস্থিতি সেটা রিপোর্ট দেবেন ওঁরা।y
advertisement
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে SLP দাখিল করে রাজ্য সরকার। বিভিন্ন কারণে একাধিকবার শুনানি পিছিয়ে যায়। শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে ১৬৯ দিনে শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীরা।
advertisement
সরকার ঠিক করে রেখেছে চাকরিও দেবে না, বেতনও দেবে না, DA দেবে না, বারবার কোর্টে গিয়ে আটকে রাখার চেষ্টা করছো হাইকোর্ট বলার পরেও কোর্টের নির্দেশ মানছে না। সেই টাকা কাটমানি হয়ে যাচ্ছে। সেই টাকা বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করে, দান করে ভোট কেন হচ্ছে? DA দেওয়ার পয়সা নেই, ওরা কোর্টে কেস করে ঝুলিয়ে রাখবে দেবেই না কর্মচারীদের।
advertisement
তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় মারধরের অভিযোগ দায়ের ওয়েস্ট বেঙ্গল হেল্থ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রারের। অভিযোগ তিনি গত বছর ১৫ সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটিতে এসে বেশ কিছু অনায্য দাবিদাওয়া করেন, সেটা পূরণ না হওয়ায় তিনি এবং তার লোকজন ডেপুটি রেজিস্ট্রারের উপর চড়াও হন।
advertisement
টিএমসি নেতারা টিএমসি-তে ঢুকলেই তাদের কথাবার্তা, ভাবভাব পাল্টে যায়, তখন তারা মালিক ভাবেন, সে হিসাবে ওঁরা যে ব্যবহার করেছেন, ওঁকেও জবাব দিতে হবে। এই যে ক্ষমতাকে অপব্যবহার করে দাদাগিরি করা, এটা তো চলতে পারে না। সাধারণ মানুষ কোথায় যাবে? পুলিশ নেয় না অভিযোগ। কোর্টে কেস হয়েছে, কোর্টে জবাব দিতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 10:45 AM IST