Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের আংটি বিতর্কে বিস্ফোরক মোড়, জেলের সুপারকে মারাত্মক নির্দেশ
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Partha Chatterjee: এর আগে খবর এসেছিল, আদালতে ভর্ৎসনার পর সংশোধনাগারে হাতের আঙুলের আংটি খুলে ফেলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের।
কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের আংটি বিতর্কে নয়া মোড়৷ হঠাৎই ফের উঠে এল পার্থ চট্টোপাধ্যায়ের নাম৷ আর সেই সঙ্গে জড়িয়ে গেল প্রেসিডেন্সি জেলের সুপারের বিষয়টিও৷ সব মিলিয়ে ফের খবরের শিরোনামে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দী প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ জেলের সুপারকে নোটিশ পাঠিয়ে তলব করা হল৷
প্রেসিডেন্সি জেল সুপারকে হেস্টিংস থানার তরফ থেকে একটি নোটিশ দিয়ে তলব করা হয়েছে৷ পার্থ চট্টোপাধ্যায়ের আংটি বিতর্কে সুপারকে তলব করা হয়েছে বলে খবর৷ সিআরপিসি ৪১(এ) ধারাতে নোটিশ পাঠিয়ে জেল সুপারকে হাজিরা দিয়ে বলা হয়েছে৷ বলা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ৷
advertisement
এর আগে খবর এসেছিল, আদালতে ভর্ৎসনার পর সংশোধনাগারে হাতের আঙুলের আংটি খুলে ফেলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু এই আংটি বিতর্কে তার পরে অভিযোগ দায়ের করে খাস কারা দফতর। প্রেসিডেন্সি সংশোধানাগারের সুপারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে হেস্টিংস থানায় লিখিত অভিযোগ করেন কারা দফতরের ডিআইজি। এই অভিযোগের ভিত্তিতে তদন্তের অগ্রগতি ১৫ দিন অন্তর আদালতেও জানাতে হবে বলে সূত্রের খবর মেলে।
advertisement
আরও পড়ুন- ভাল খবর এল সেই দিঘা থেকে! জালে বড় বড় ইলিশ, কতটা কমল দাম?
প্রসঙ্গত গত এপ্রিল মাসে ইডি বিশেষ আদালতে শুনানির দিন কয়েকটি ছবি আদালতের সামনে তুলে ধরা হয় ইডির আইনজীবীর তরফে। ইডির দাবি ছিল, পার্থ চট্টোপাধ্যায় এতটাই প্রভাবশালী যে তিনি সংশোধনাগারে থেকেও তাঁর হাতের আঙুলে তিনটি আংটি। ইডির আইনজীবীর এই বক্তব্য শুনে কার্যত অবাক হয়েছিলেন বিচারক। ভার্চুয়ালি শুনানি চলাকালীন বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আঙুল দেখতে চান। দেখা যায় সত্যি পার্থ চট্টোপাধ্যায়ের আঙুলে আংটি রয়েছে। যদিও আইনি প্রশ্নের মুখে চটজলদি তিনি আংটিগুলো খুলে ফেলেন। এরপরই আংটি কাণ্ডে আদালতে সশরীরে হাজিরা দিয়ে কৈফিয়ত তলব করা হয় সংশোধনাগার সুপারের। তিনি হাজিরা দেন।
advertisement
যুক্তি হিসেবে আদালতে জানিয়েছিলেন গত বছর ৫ অগস্ট যখন পার্থকে সংশোধনাগারে নিয়ে আসা হয়, তখন তার আঙুল এতটাই ফুলে ছিল যে আংটিগুলো খোলা সম্ভব হয়নি। যা শুনে আদালত তীব্র ভর্ৎসনা করে। একইসঙ্গে আদালতের বক্তব্য ছিল, তাহলে শুনানির দিন কী ভাবে চটজলদি খুলে ফেললেন আংটি?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 3:02 PM IST