Dilip Ghosh: 'কথা বলার একটা সীমা থাকা উচিত', রুদ্রমূর্তি দিলীপ ঘোষ! নিশানা করলেন কাকে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, ''সত্যি সত্যি জুটের উন্নতি হওয়া উচিত। শিল্পপতি বা শ্রমিকদের স্বার্থ রক্ষা করা উচিত। কিন্তু উনি কেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসেননি? অর্জুন সিং এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, তার সমাধান করা উচিত।''
#কলকাতা: বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই বিজেপি সাংসদ অর্জুন সিং জুট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''সত্যি সত্যি জুটের উন্নতি হওয়া উচিত। শিল্পপতি বা শ্রমিকদের স্বার্থ রক্ষা করা উচিত। কিন্তু উনি কেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসেননি? অর্জুন সিং এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, তার সমাধান করা উচিত। এ বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক হওয়া উচিত।''
এদিকে, মুকুল রায়ের শুনানি প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টে এ নিয়ে মামলা হয়েছে, বিধানসভায় শুনানি হয়েছে, এগুলো প্রক্রিয়া।'' অপরদিকে,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, হাথরাস, উন্নাও হতে দেব না এ রাজ্যকে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''উনি পশ্চিমবঙ্গকে হাঁসখালি ,রামপুরহাট হতে দেবেন। উত্তর প্রদেশ কেন যাবেন! কথাবার্তা বলার একটা সীমা থাকা উচিত। পাড়ায় পাড়ায় মহিলারা ধর্ষণ হচ্ছেন, খুন হচ্ছেন, তার পরে কোন মুখে কথা বলেন? যোগীরাজ্যে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে মাটির তলা থেকে বার করে আনছে অপরাধীদের। দেখুন কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়।''
advertisement
advertisement
পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের বকেয়া ৯৭ হাজার কোটি টাকা কেন্দ্র দিলে রাজ্য আগামী পাঁচ বছর পেট্রোল, ডিজেলের উপর কর নেবে না। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''আগে আপনি আপনার কর্মচারীদের পেনশন দিন , DA দিন। যারা রাস্তায় বসে আন্দোলন করছে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের চাকরি দিন। কেন্দ্রীয় সরকার দিচ্ছে প্রয়োজনের থেকে বেশি। পশ্চিমবঙ্গকে বেশি দিচ্ছে। রোজ খালি খাতা নিয়ে বসে থাকে, নিজে কোন দায়িত্ব পালন করেন না।''
advertisement
দিলীপের সংযোজন, ''মুখ্যমন্ত্রী একতরফা কথা বলেছেন রাজ্যের পাওনা ৯৭ হাজার কোটি টাকা বাকি। এই গল্প দিয়ে কতদিন চলবে? দুর্নীতির কথা হলেই পাওনা নিয়ে কথা! এই পাওনা নিয়ে এসব গল্প দিয়ে বেশিদিন চলবে না। রোজ পাওনা বেড়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সব ব্যাপারে বেশি টাকা দেয়। নিজেদের কাজ নেই, কেন্দ্রের উপরে করে খাচ্ছেন, পেনশন দিচ্ছেন না, DA দিচ্ছেন না, এখন পেমেন্ট বন্ধ হয়ে যাবে, সেই দায়িত্ব পালন করুন।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2022 9:09 AM IST