West Bengal News: মাছ বা কোনও জন্তু নয়, অজয়ে জেলেদের জালে উঠল বাইক! রহস্য লুকিয়ে মাস কয়েক আগে?

Last Updated:
West Bengal News: অজয় নদের জলে জাল ফেলতেই টান ধরে। জেলেরা জলের নীচে গেলে বুঝতে পারেন কিছু একটা লেগেছে।
1/5
 অজয় নদে মাছ ধরার সময় জেলেদের জালে লেগে বালির চর থেকে উঠে এল বাইক (West Bengal News)! বুধবার মৎস্যজীবীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় জীবন ও জীবিকার তাগিদে নিত্য দিনের মতো অজয় নদে জাল ফেলে মাছ ধরতে গিয়েছিলেন কাঁকসার বিদবিহারের  রাউৎডিহির একদল জেলে।
অজয় নদে মাছ ধরার সময় জেলেদের জালে লেগে বালির চর থেকে উঠে এল বাইক (West Bengal News)! বুধবার মৎস্যজীবীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় জীবন ও জীবিকার তাগিদে নিত্য দিনের মতো অজয় নদে জাল ফেলে মাছ ধরতে গিয়েছিলেন কাঁকসার বিদবিহারের রাউৎডিহির একদল জেলে।
advertisement
2/5
অজয় নদের জলে জাল ফেলতেই টান ধরে। জেলেরা জলের নীচে গেলে বুঝতে পারেন কিছু একটা লেগেছে। অনেক কষ্টে বালির চড় থেকে  জাল নদের পাড়ে নিয়ে যেতেই চক্ষু চড়কগাছ।
অজয় নদের জলে জাল ফেলতেই টান ধরে। জেলেরা জলের নীচে গেলে বুঝতে পারেন কিছু একটা লেগেছে। অনেক কষ্টে বালির চড় থেকে জাল নদের পাড়ে নিয়ে যেতেই চক্ষু চড়কগাছ।
advertisement
3/5
দেখতে পাওয়া যায় একটি লাল রঙের হিরোহোন্ডা বাইক। সেটি তারা নিয়ে যান গ্রামে। প্রাথমিক অনুমান কয়েকমাস আগে বন্যায় অজয়ের বাঁশের নড়বড়ে মাচা ভেঙে তলিয়ে যায় দুই ব্যক্তি ও বাইক।
দেখতে পাওয়া যায় একটি লাল রঙের হিরোহোন্ডা বাইক। সেটি তারা নিয়ে যান গ্রামে। প্রাথমিক অনুমান কয়েকমাস আগে বন্যায় অজয়ের বাঁশের নড়বড়ে মাচা ভেঙে তলিয়ে যায় দুই ব্যক্তি ও বাইক।
advertisement
4/5
দুই ব্যক্তি কোনওক্রমে বেঁচে গেলেও তলিয়ে যায় বাইক। জেলেদের দাবি, সঠিক প্রমাণ দেখিয়ে তাদের উদ্ধারের মজুরি দিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে এলে তবেই তারা তাদের হাতে তুলে দেবে বাইক।
দুই ব্যক্তি কোনওক্রমে বেঁচে গেলেও তলিয়ে যায় বাইক। জেলেদের দাবি, সঠিক প্রমাণ দেখিয়ে তাদের উদ্ধারের মজুরি দিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে এলে তবেই তারা তাদের হাতে তুলে দেবে বাইক।
advertisement
5/5
এর আগে জেলেদের জালে নানা সময় নানা অদ্ভূত জিনিস উঠে এসেছে, কিন্তু কখনও জেলেদের জালে বাইক উঠে এসেছে, এমন কাণ্ড কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউ।
এর আগে জেলেদের জালে নানা সময় নানা অদ্ভূত জিনিস উঠে এসেছে, কিন্তু কখনও জেলেদের জালে বাইক উঠে এসেছে, এমন কাণ্ড কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউ।
advertisement
advertisement
advertisement