#কলকাতা: নিত্যদিন ভোরভোর ইকো পার্কে প্রাতঃভ্রমণে যাওয়াটাই তাঁর অভ্যাস। শনিবারই কালবৈশাখীতে লন্ডভন্ড হয়েছে কলকাতা। আর রবিবার সকালে একাধিক ইস্যুতে তৃণমূলকে ঝোড়ো আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পেট্রোল ডিজেলের দাম কমানো থেকে অর্জুন সিং, নানা ঘটনাতে দিলীপের প্রতিক্রিয়া রীতিমতো শোরগোল ফেলে দেওয়া। আসুন দেখে নেওয়া যাক কী বললেন দিলীপ ঘোষ...
পেট্রোল ডিজেলের দাম কমাল কেন্দ্র:
রাজ্য আন্দোলন করবে আর সমালোচনা করবে। অন্য রাজ্য কমাচ্ছে, সারা দেশ কমাচ্ছে । এরা পুরোনো গান গেয়ে চলেছেন। কেন্দ্র টাকা দিলে তবে কমাবেন। পরের ধনে পোদ্দারি করে যাচ্ছেন। কোনও শিল্প নেই, খালি অন্য রাজ্যের মাল এরাজ্যে বেচে জিএসটি পাচ্ছেন। কেন্দ্রের টাকায় সংসার চলছে।
DA মামলা:
ভাঁড়ারে টাকা নেই, পাবে কিভাবে দেবে DA? তাই আবার স্টায় সুপ্রিম কোর্ট করছেন। যে টাকায় কেস করছেন সেটা দিলে গরীব মানুষের সুবিধা হতো।
এসএসসি বিতর্কে পার্থ চট্টোপাধ্যায়:
নৈতিকতার আধারে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। কিন্তু তাঁরা ধার ধারেন না। সাধারণ মানুষের টাকা খরচ করা হচ্ছে।
গ্রুপ সি-তেও সিবিআই FIR:
চাকরির পরীক্ষা মানেই কোটিকোটি টাকার দুর্নীতি হয়েছে। মানুষ বাধ্য হয়ে আদালতে গিয়েছেন। আশা করব, তাড়াতাড়ি তদন্ত হোক, আসা করব মানুষ ন্যায় বিচার পাবেন।
অর্জুন সিং গুরুত্ব পাননি দলে?
অনেক দিন ধরে জল্পনা চলছে, উনিই বলতে পারবেন। আজ কারা নেতা? আমরা তো মুখ্যমন্ত্রী করতে পারব না। কারণ আমাদের সেই সংখ্যা নেই, নয়ত সেটাও করে দেওয়া হতো। পার্টির পুরোনো কর্মীরাও বঞ্চিত হয়েছেন, কিন্তু ওঁদের যোগ্য সম্মান দেওয়া হয়েছে। ওঁদের এবার দায়িত্ব, পার্টি যে সম্মান দিয়েছেন তার মর্যাদা দেওয়া।
আরও পড়ুন: রবিবারও প্রবল দুর্যোগ কলকাতা সহ একাধিক জেলায়? সতর্ক করল হাওয়া অফিস
বিজেপির বৈঠক
যে যে বুথ জেতা যায়নি, বিধায়ক, সাংসদরা দায়িত্ব নিয়ে স্বশক্তিকরণের চেষ্টা করবেন। আমিও আছি কমিটিতে। মোদি সরকারের ৮বছর পূর্তি উপলক্ষে ৩০ তারিখ থেকে বিভিন্ন কর্মসূচি হবে ১৫ দিন ধরে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arjun singh, Bengal BJP, Dilip Ghosh