Dilip Ghosh on Mamata: ফের মমতাকে নিয়ে ‘ভাল-ভাল’ কথা দিলীপের! দিল্লিতে দাঁড়িয়েই স্পষ্ট কথা...মুখ ‘বন্ধ’ বঙ্গ বিজেপির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
এবার দিল্লিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েও আরও একবার বিতর্ক উস্কে দিলেন দিলীপ ঘোষ৷ গত বুধবার দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরনোর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে প্রশ্ন করা হয়, ‘‘আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পরে দল অস্বস্তিতে পড়েছিল?’’
নয়াদিল্লি: শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্বগ্রহণের পরে বহু বছর পরে বিজেপির সল্টলেকের অফিসে পা রাখতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে৷ অবশেষে দেখা গিয়েছিল ঐক্যবদ্ধ বঙ্গ বিজেপির ছবি৷ এর মাঝেই ফের চর্চায় দিলীপ৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আবারও সর্বসমক্ষে ইতিবাচক মন্তব্য করতে দেখা গেল তাঁকে৷ নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ বললেন, ‘‘সমস্যাটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এত গুরুত্ব দিয়েছিলেন কেন? এই জন্য অনেকে কষ্ট পেয়েছেন৷’’
একুশের মঞ্চে তৃণমূলে যোগদানের জল্পনায় জল ঢেলে গত মঙ্গলবার সল্টলেকের বিজেপির সল্টলেকের অফিসে গিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এসেছিলেন দিলীপ৷ জানিয়েছিলেন, যাঁরা গল্প বানানোর তাঁরা বানাবেন, তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন৷ এরপরেই উল্লেখযোগ্য ভাবে সস্ত্রীক দিল্লি রওনা দেন তিনি৷ উদ্দেশ্য বিজেপির ‘বড় নেতার’ সঙ্গে সাক্ষাৎ৷ তা নিয়েও শুরু হয় জল্পনা৷ অনেকেই মনে করেন বাংলার বাইরে হয়ত বড় কোনও দায়িত্বে দেখা যাবে দিলীপকে৷ সেই জন্যেই ‘ডাক’৷
advertisement
আরও পড়ুন: ফের বিধায়ক হতে চান দিলীপ, ২০২৬-এ পছন্দ কোন আসন? কপাল পুড়তে পারে বিজেপির তারকা বিধায়কের
advertisement
এবার দিল্লিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েও আরও একবার বিতর্ক উস্কে দিলেন দিলীপ ঘোষ৷ গত বুধবার দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরনোর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে প্রশ্ন করা হয়, ‘‘আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পরে দল অস্বস্তিতে পড়েছিল?’’
advertisement
উত্তরে দিলীপ বলেন, ‘‘আমি তো সবার প্রশংসা করি৷ দেখেছেন আমায় কখনও বিনা কারণে কারও বিরুদ্ধে কোনও কথা বলতে? কারও সাথে আমার শত্রুতা নেই, প্রশংসা করব না কেন?..প্রশংসা করিনি, আমি বলেছি যে, যারা এত বড় বড় কথা বলছে তাদের নামেও তো কেস আছে, আক যাকে নিয়ে এত চর্চা, তার নামে কেস নেই৷ যার নামে কেস নেই, তার সাথে বসলে আমি খারাপ হয়ে যাব?’’ এরপরেই দিলীপ জানান, দিঘায় মমতার সঙ্গে দেখা করায় দলের কর্মীরা অস্বস্তিতে ছিলেন না, ‘কয়েকজন’ অস্বস্তিতে ছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কেন ‘গুরুত্ব’ দিয়েছেন ভেবে তাঁরা ‘কষ্ট’ পেয়েছেন বলে মন্তব্য করেন দিলীপ৷
advertisement
দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সস্ত্রীক সেখানে গিয়েছিলেন দিলীপ ঘোষ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে প্রসাদও খেয়েছিলেন৷ সেই পর্বের পরেই বঙ্গ বিজেপির একাংশের রোষানলে পড়েন দিলীপ৷
দিলীপের এমন মন্তব্য ঘিরে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি বঙ্গ বিজেপির তরফে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
July 10, 2025 10:43 AM IST