Digha Jagannath Temple: পুরীর সঙ্গে তুলনীয় নয়, কিন্তু দিঘার জগন্নাথ মন্দিরেরও বহু মিল পুরীর সঙ্গে! শুনে তাক লেগে যাবে

Last Updated:

Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ''আমি কোনও তুলনা করব না পুরীর মন্দিরের সঙ্গে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতার মতোই এটা করা হবে। পুরীর সঙ্গে তুলনা করব না। ওদেরটা রাজ রাজারা করেছেন, এটা আমরা সরকারের টাকায় করছি।''

দিঘায় মন্দির নির্মাণের কাজ শেষ লগ্নে
দিঘায় মন্দির নির্মাণের কাজ শেষ লগ্নে
দিঘা: আগামী বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনের পর এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানিয়েছেন, এ বার থেকে রথযাত্রা শুরু হবে দিঘার জগন্নাথ মন্দির থেকে। সোনার ঝাড়ুর জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘সমুদ্রসৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব বলে ঠিক করেছিলাম। আমার সঙ্গে সরকারি আধিকারিকেরা ছিলেন। তিন বছর পর সেই কাজ শেষ হল।’’
মুখ্যমন্ত্রী আরও জানান, ”আমি কোনও তুলনা করব না পুরীর মন্দিরের সঙ্গে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতার মতোই এটা করা হবে। পুরীর সঙ্গে তুলনা করব না। ওদেরটা রাজ রাজারা করেছেন, এটা আমরা সরকারের টাকায় করছি। ২৫০ কোটি টাকা খরচ করা হয়েছে‌। রথযাত্রা এবার থেকে এখানে হবে। অছি পরিষদ তৈরি করেছি। মুখ্যসচিব, জেলাশাসক, ইসকনের প্রতিনিধি ছাড়াও সনাতন ধর্মের প্রতিনিধি থাকবেন।”
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ”পুরীর খাজার মতো এখানকার খাবার, গজা, প্যাড়া ইত্যাদি থাকবে। আগামি তিনমাসের মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। পুরীর ধ্বজা যেমন রোজ বদল করা হয়, তেমন ভাবেই এখানেও হবে। আমরা পুরীর জগন্নাথদেবের মন্দির কর্তৃপক্ষের কাছে আবেদন করব, যাতে এই কাজে দক্ষ লোক ওরা আমাদের দেয়। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা হবে। রথযাত্রায় যে সোনার ঝাড়ু ব্যবহার করা হয়, সেটা আমি নিজের থেকে পাঁচ লক্ষ টাকা দেব। পুজোর ৪৮ ঘন্টা আগে আমি এখানে আসব।”
advertisement
মুখ্যমন্ত্রীর কথায়, ”আগামি কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম থাকবে। আমরা চাই সারা পৃথিবীর সমস্ত মানুষ আসুক এই জগন্নাথ ধাম দেখতে। এখানে পুলিশ পোস্ট হবে। স্বাস্থ্য ভবন ও ফায়ার ব্রিগেডের জন্য আলাদা ব্যবস্থা থাকছে। গেস্ট রুম থাকছে পুরোহিতদের জন্য। আমি অছি পরিষদের সদস্য ন‌ই। সবটাই ওরা করবেন। ২০২৫ সালের ৩০ এপ্রিল এই মন্দিরের উদ্বোধন হবে।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Digha Jagannath Temple: পুরীর সঙ্গে তুলনীয় নয়, কিন্তু দিঘার জগন্নাথ মন্দিরেরও বহু মিল পুরীর সঙ্গে! শুনে তাক লেগে যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement