Bangladesh Myanmar Border: মাথায় হাত বাংলাদেশের! মায়ানমার সীমান্তের মংডু শহর দখল করে নিল আরাকান সেনা! ভারতকে অপমান করতে গিয়ে নিজেরাই বিরাট বিপদে বাংলাদেশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh Myanmar Border: বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংডু পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
কলকাতা তো বটেই, এমন কি উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যও দখল করে নেওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশি জনতার একাংশ৷ প্রাক্তন সেনাকর্তা, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ- যে পারছেন ভারতকে হুমকি দিচ্ছেন৷ এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশের সঙ্গে দীর্ঘ ২৭১ কিলোমিটার দীর্ঘ দখল করে নিল মায়ানমারের জুন্টা সরকারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি৷ রোহিঙ্গা সমস্যা নিয়ে এমনিতেই জেরবার বাংলাদেশের চিন্তা আরও বাড়বে৷
advertisement
advertisement
advertisement
গত বছরের নভেম্বরে মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালায় আরাকান আর্মি। এর পর রাজ্যটিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। মঙ্গলবার এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, মংডুর পুরো এলাকার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। শহরটিতে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষের বসবাস।
advertisement
এমনিতেই মায়ানমারের ক্ষমতাসীন জুন্টা সরকার আগেই জানিয়ে দিয়েছিল তারা কোনও রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নেবে না৷ সেখানে বিদ্রোহী এবং বৌদ্ধ ধর্মাবিলম্বী আরাকানরা তো রোহিঙ্গাদের স্বীকৃতিই দেয় না৷ রবিবার মায়ানমার সেনার কাছ থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মংডু শহরেরও দখল নিয়ে নেয় আরাকান আর্মি৷ এর ফলে বাংলাদেশ সীমান্ত বরাবর ২৭১ কিলোমিটার এলাকার পুরোটাই তাদের দখলে চলে গেল৷
advertisement
advertisement
মায়ানমারের গণমাধ্যম ইরাবতীতে দাবি করা হয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া তিনটি প্রধান শহর মংডু, রাখাইনের বুথিডং এবং শিন এলাকা পালেতাওয়ার এখন আরাকান আর্মির দখলে চলে গিয়েছে৷ মায়ানমার সীমান্ত অশান্ত হয়ে ওঠার কারণে চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে বেশ কিছুদিন টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচলও বন্ধ রাখতে বাধ্য হয় বাংলাদেশ সরকার৷