Kolkata Police Horse Diaper| ডায়পার পরে ঘোড়া ছুটছে কলকাতায়! শহর বাঁচাতে অভিনব পদক্ষেপ...
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Kolkata Police Horse Diaper| ময়দান ও ভিক্টোরিয়া চত্বর ঘোড়ার বিষ্ঠামুক্ত রাখতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ।
#কলকাতা: তিলোত্তমা কলকাতাকে দূষণ মুক্ত রাখতে অনেক প্রকল্প অতীতেও নিয়েছে কলকাতা পুলিশ। এবার শহরের হৃদপিন্ড তথা প্রাণকেন্দ্র ময়দান ও ভিক্টোরিয়া চত্বর ঘোড়ার বিষ্ঠামুক্ত রাখতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় ময়দান চত্বরে যে ঘোড়ায় টানা গাড়ি চলে, সেই ঘোড়াগুলির জন্য ডায়াপারের ব্যবস্থা করল কলকাতা পুলিস। শুক্রবার ভিক্টারিয়া মেমোরিয়ালের সামনে ৭টি ঘোড়া গাড়ির ঘোড়ার জন্য ডায়াপার বিতরণ করা হল। এছাড়া কলকাতা মাউন্টেইন পুলিসের পাঁচটি ঘোড়াকে পরানো হল ডায়াপার। আগামী দিনে আরও ঘোড়াকে ডায়াপার দেওয়া হবে বলে জানিয়েছেন ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা।
advertisement
advertisement
উল্লেখ্য কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র ভিক্টোরিয়ার সামনে যত্রতত্র ঘোড়ার বিষ্ঠা পড়ে থাকতে দেখে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে আলোচনা করেন। কী ভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়েও চলে নানা পরীক্ষা। বিদেশে যে সকল রাস্তায় দর্শনীয় স্থানগুলিতে ঘোড়ায় টানা গাড়ির চল রয়েছে, সেখানে এই ধরনের ডায়াপার পরানো থাকে। তা দেখেই এখানেও ঘোড়ার বিষ্ঠা থেকে দূষণ রুখতে ডায়াপার পরানোর পরিকল্পনা নেয় কলকাতা পুলিশ।
advertisement
এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট সিপি ট্রাফিক পাণ্ডে সন্তোষ ও ডিসি সাউথ আকাশ মেঘরিয়া সহ অন্যান্য পুলিস আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2021 6:07 PM IST