Kolkata Police Horse Diaper| ডায়পার পরে ঘোড়া ছুটছে কলকাতায়! শহর বাঁচাতে অভিনব পদক্ষেপ...

Last Updated:

Kolkata Police Horse Diaper| ময়দান ও ভিক্টোরিয়া চত্বর ঘোড়ার বিষ্ঠামুক্ত রাখতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ।

কলকাতায় এভাবেই ছুটছে ঘোড়ার গাড়ি।
কলকাতায় এভাবেই ছুটছে ঘোড়ার গাড়ি।
#কলকাতা: তিলোত্তমা কলকাতাকে দূষণ মুক্ত রাখতে অনেক প্রকল্প অতীতেও নিয়েছে কলকাতা পুলিশ। এবার  শহরের হৃদপিন্ড তথা প্রাণকেন্দ্র ময়দান ও ভিক্টোরিয়া চত্বর ঘোড়ার বিষ্ঠামুক্ত রাখতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় ময়দান চত্বরে যে ঘোড়ায় টানা গাড়ি চলে, সেই ঘোড়াগুলির জন্য ডায়াপারের ব্যবস্থা করল কলকাতা পুলিস। শুক্রবার ভিক্টারিয়া মেমোরিয়ালের সামনে ৭টি ঘোড়া গাড়ির ঘোড়ার জন্য ডায়াপার বিতরণ করা হল। এছাড়া কলকাতা মাউন্টেইন পুলিসের পাঁচটি ঘোড়াকে পরানো হল ডায়াপার। আগামী দিনে আরও ঘোড়াকে ডায়াপার দেওয়া হবে বলে জানিয়েছেন ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা।
advertisement
advertisement
উল্লেখ্য কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র ভিক্টোরিয়ার সামনে যত্রতত্র ঘোড়ার বিষ্ঠা পড়ে থাকতে দেখে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে আলোচনা করেন। কী ভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়েও চলে নানা পরীক্ষা। বিদেশে যে সকল রাস্তায় দর্শনীয় স্থানগুলিতে ঘোড়ায় টানা গাড়ির চল রয়েছে, সেখানে এই ধরনের ডায়াপার পরানো থাকে। তা দেখেই এখানেও ঘোড়ার বিষ্ঠা থেকে দূষণ রুখতে ডায়াপার পরানোর পরিকল্পনা নেয় কলকাতা পুলিশ।
advertisement
এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট সিপি ট্রাফিক পাণ্ডে সন্তোষ ও ডিসি সাউথ আকাশ মেঘরিয়া সহ অন্যান্য পুলিস আধিকারিকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police Horse Diaper| ডায়পার পরে ঘোড়া ছুটছে কলকাতায়! শহর বাঁচাতে অভিনব পদক্ষেপ...
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement