Rajib Banerjee reaches Tripura| অভিষেকের সভার ঠিক আগে ত্রিপুরায় রাজীব বন্দ্যোপাধ্যায়, তবে কি...?

Last Updated:

Rajib Banerjee reaches Tripura| রাজীব কি ত্রিপুরা থেকেই তৃণমূলে যোগ দেবেন, এ প্রশ্নের মুখে মুখে ঘুরছে ত্রিপুরায়।

ত্রিপুরায় বিমানবন্দরের বাইরে রাজীব বন্দ্যোপাধ্যায়।
ত্রিপুরায় বিমানবন্দরের বাইরে রাজীব বন্দ্যোপাধ্যায়।
#আগরতলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর রবিবার। তার ঠিক আগেই হঠাৎ ত্রিপুরায় পৌঁছে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee reaches Tripura)। স্বাভাবিকভাবেই রাজীবের এই হঠাৎ ত্রিপুরা সফর নিয়ে জল্পনা চরমে। রাজীব কি ত্রিপুরা থেকেই তৃণমূলে যোগ দেবেন, এ প্রশ্নের মুখে মুখে ঘুরছে ত্রিপুরায়।
রাজীব নিজে অবশ্য জল্পনা উড়িয়ে দিচ্ছেন। তাঁর কথায়. ত্রিপুরায় তাঁর আত্মীয়-স্বজন রয়েছে। একটা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। ব্যক্তিগত কাজ রয়েছে আমার।
এর আগেও ত্রিপুরায় গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। সেবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। তখনই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয় রাজীবের পদক্ষেপ নিয়ে। পর্যবেক্ষকরা বলছিলেন তৃণমূল চাইছে ত্রিপুরায় সম্প্রসারণ আর সেই ২০১৬ সাল থেকেই ত্রিপুরাকে খুব ভালোমতো চেনেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাছাড়া দলছাড়লেও বহু দলবদলুর থেকে রাজীবের ইমেজ ভালো। দল ছাড়ার সময়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বেরিয়েছিলেন বিধানসভা থেকে, সে দৃশ্য রাজ্যবাসী ভোলেনি।
advertisement
advertisement
জল্পনাটা আরও দানা বাঁধছিল তার কারণ এই কালখন্ডে বারংবার তৃণমূল নেতাদের কাছাকাছি আসতে দেখা যাচ্ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। কখনো তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে গিয়েছেন, কখনো আবার পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুতে শোকজ্ঞাপনে যেতে দেখা গিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এই পর্বের রাজীব তৃণমূল বিরোধিতা তো করেইনি বরং বারংবার বিজেপির বিরুদ্ধে মতামত দিয়েছেন। তৃণমূল নেত্রীকে মুহুর্মুহু আক্রমণ করে বিজেপি ভুল করছে এমন বার্তা টুইটারে লিখেছেন রাজীব এই সময়েই।
advertisement
কিন্তু এই কাহানিতে ট্যুইস্ট তখনও বাকি ছিল। অক্টোবর মাসের শুরুতে হঠাৎই বিজেপির কর্মসমিতির আমন্ত্রিত সদস্যদের মধ্যে রাজীবের নাম দেখা যায়। স্বাভাবিক ভাবেই আবার নতুন অনুমানের খেলা শুরু হয়, অনেকে বলছিলেন রাজীব হয়তো বিজেপিতেই মন দেবেন তাহলে। রাজীব এবার অবশ্য দুর্ভেদ্য পরীক্ষা রচনা করেছিলেন তার চারধারে। মিডিয়ার সামনে মুখ খোলেননি।
advertisement
এদিন রাজীব অবশ্য প্রশ্নের উত্তরে জানান তিনি এখনও বিজেপিতেই আছেন। যদিও বিজেপির কোনও অনুষ্ঠানেই তাঁকে দেখা যায় না, এ কথা দিনের আলোর মতো পরিষ্কার। আপাতত অধীর আগ্রহে অপেক্ষা অভিষেক ত্রিপুরা যেতেই দুইয়ে দুইয়ে চার হয় কিনা-তা দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajib Banerjee reaches Tripura| অভিষেকের সভার ঠিক আগে ত্রিপুরায় রাজীব বন্দ্যোপাধ্যায়, তবে কি...?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement