Dev: কোন শর্তে ফের ভোটে দাঁড়াতে রাজি হলেন? সরস্বতী পুজোয় ফাঁস করলেন দেব

Last Updated:

প্রতি বছরের মতো এবারও নিজের অফিসে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন দেব৷

দেবের দাব মেনে নিলেন মমতা- অভিষেক৷
দেবের দাব মেনে নিলেন মমতা- অভিষেক৷
কলকাতা: কয়েকদিন ধরে চলতে থাকা টানাপোড়েন মিটেছে৷ এবার তাই সরস্বতী পুজোয় বাড়তি খুশি সাংসদ দেব৷ তার কারণও জানালেন ঘাটালের তারকা সাংসদ৷ দেব জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়ার স্বপ্ন এতদিনে পূর্ণ হতে চলেছে৷ সেই কারণেই এবারের সরস্বতী পুজো তাঁর কাছে স্পেশ্যাল৷
একই সঙ্গে দেব জানিয়েছেন, লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্বকে একটিই শর্ত দিয়েছিলেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব মেনে নেওয়াতেই তিনি ফের ঘাটাল থেকে ভোটে লড়তে রাজি হয়েছেন বলে জানিয়েছেন দেব৷
advertisement
advertisement
কিন্তু কী ছিল সেই শর্ত? দেব জানিয়েছেন, একমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলেই তিনি ভোটে লড়বেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন৷ দু জনেই তাঁর কথা রাখায় ফের তিনি রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে এ দিন জানিয়েছেন দেব৷
প্রসঙ্গত, তিনি ভোটে না দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করার পর গত শনিবার দেবের সঙ্গে প্রথমে বৈঠক করেন অভিষেক৷ এর পরে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দেব৷ তার পরই মত বদল করে ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করেন দেব৷
advertisement
ঘাটালের সাংসদ বলেন, ‘যবে থেকে ঘাটালের সাংসদ হয়েছি, চেয়েছিলাম মাস্টার প্ল্যানের পরিকল্পনা যাতে সফল হয়৷ আমি সস্তার বিনোদনের জন্য রাজনীতি করি না৷ মানুষের জন্য কাজ করতে চাই৷ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব রাখা মাত্র তিনি রাজি হন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর করা হবে৷ এখন এটাই আমার পাখির চোখ৷’
advertisement
প্রতি বছর বন্যায় চরম দুর্গতির মধ্যে পড়েন ঘাটালবাসী৷ বন্যার কবল থেকে ঘাটালকে বাঁচাতে তৈরি হওয়া ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ অর্থ বরাদ্দ হওয়ার অভাবে কয়েক দশক ধরে আটকে রয়েছে৷ বিষয়়টি নিয়ে সংসদেও সরব হয়েছেন দেব৷ যদিও কয়েকদিন আগে আরামবাগে সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কেন্দ্র অর্থ বরাদ্দ না করলেও রাজ্য সরকারই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু করবে৷
advertisement
প্রতি বছরের মতো এবারও নিজের অফিসে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন দেব৷ সেখানে এসেই সাংসদ দাবি করেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আশ্বাস মেলার কারণেই এবারের সরস্বতী পুজো তাঁর কাছে আরও স্পেশ্যাল৷ তার উপর আগামী ১৬ তারিখ থেকে তাঁর নতুন ছবি খাদানের শ্যুটিংও শুরু করবেন দেব৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dev: কোন শর্তে ফের ভোটে দাঁড়াতে রাজি হলেন? সরস্বতী পুজোয় ফাঁস করলেন দেব
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement