I-PAC Case Update: আইপ্যাক মামলা নিয়ে ফোনে কথার পরই হোয়াটসঅ্যাপ হ্যাক! লালবাজারের দ্বারস্থ ডেপুটি সলিসিটর জেনারেল
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
দুই মামলার শুনানিকে কেন্দ্র করে বিচারপতি ঘোষের এজলাসে ব্যাপক ভিড় হয়৷ শুরু হয় তুমুল হইহট্টগোল৷
আইপ্যাক কাণ্ডে তৃণমূল এবং ইডি-র করা জোড়া মামলার শুনানিকে কেন্দ্র করে বেনজির কাণ্ড কলকাতা হাইকোর্টে৷ এজলাসে চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে দুটি মামলারই শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ৷ আদালতে এই বিশৃঙ্খলার মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী৷ তিনি অভিযোগ করেন, মামলা নিয়ে ফোনে জরুরি কথাবার্তার মধ্যেই তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়৷ যার ফলে বন্ধ হয়ে যায় ডেপুটি সলিসিটর জেনারেলের হোয়াটসঅ্যাপ৷
আইপ্যাক অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশির সময় রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করে ইডি৷ পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও তথ্য চুরির অভিযোগে মামলা করা হয়৷ এ দিন বেলা আড়াইটের সময় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুটি মামলারই শুনানি হওয়ার কথা ছিল৷
advertisement
কিন্তু দুই মামলার শুনানিকে কেন্দ্র করে বিচারপতি ঘোষের এজলাসে ব্যাপক ভিড় হয়৷ শুরু হয় তুমুল হইহট্টগোল৷ বিশৃঙ্খল এই পরিস্থিতির মধ্যে মামলা দুটির শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন বিচারপতি৷
advertisement
ইডি এবং কেন্দ্রীয় সরকারের-র হয়ে সওয়াল করতে এই মামলায় এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী৷ তাঁর অভিযোগ, বেলা দেড়টা নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়৷ ঠিক তার আগেই আইপ্যাক মামলা নিয়ে সলিসিটর জেনারেল এস ভি রাজুর সঙ্গে কথাও হয় তাঁর৷ ঠিক তার পরেই হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয় বলে ডেপুটি সলিসিটর জেনারেলের অভিযোগ৷ বিষয়টি নিয়ে লালবাজারে অভিযোগও জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ডেপুটি সলিসিটর জেনারেল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2026 3:44 PM IST









