Dengue in West Bengal: পুজোর আগে বিরাট খবর! বহু সরকারি কর্মী-অফিসারের ছুটি বাতিল! বিজ্ঞপ্তি জারি নবান্নের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Dengue in West Bengal: বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল নবান্নের তরফে। ডেঙ্গি মোকাবিলায় ১৫ দফা নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।
কলকাতা: ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সব আধিকারিকদের ছুটি বাতিল করল নবান্ন। পুজোর আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল নবান্নের তরফে। ডেঙ্গি মোকাবিলায় ১৫ দফা নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন। যাঁরা ডেঙ্গির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন না তাঁদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
হটস্পট অঞ্চলগুলিতে মশারি দেওয়ার নির্দেশ জেলাগুলিকে। ২৪ ঘণ্টা ব্যাপী সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফিভার ক্লিনিক এবং ডেঙ্গির টেস্ট করার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। রেল এবং মেট্রো অথরিটিকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তাঁরা তাঁদের অঞ্চল পরিষ্কার করেন। পাশাপাশি, অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকেও নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তাঁরা তাঁদের এলাকা পরিষ্কার রাখেন।
advertisement
advertisement
আরও পড়ুন: শহর ছাপিয়ে গ্রামে বাড়তে পারে ডেঙ্গি, সংক্রমণ আটকাতে বড় পদক্ষেপ চিন্তিত নবান্নের
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে নবান্নর। বিদেশ সফর থেকে ফিরে আসার পরই মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই রাজ্যের সমস্ত জেলাশাসক, স্বাস্থ্য ভবনের কর্তা ও আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ডেঙ্গি আটকাতে কড়া বার্তা নবান্নের বিভিন্ন জেলাগুলিকে।
advertisement
বৈঠকের পর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নির্দেশ, যে সমস্ত মিউনিসিপ্যালিটি এলাকায় ডেঙ্গি সংক্রমণ বাড়ছে সেই সব জেলার জেলাশাসকদের, মিউনিসিপ্যালিটি এলাকার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করতে হবে। পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গি সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 4:22 PM IST

