Dengue in Kolkata: এক বৃদ্ধার মৃত্যুতেই আতঙ্কে কাঁপছে বরানগর, পৌরসভা থেকে শুরু মাইকিং
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dengue in Kolkata: মৃত্যু শংসাপত্রে ডেঙ্গি আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করা হয়। এলাকাবাসীর দাবি, এলাকা ঠিকমতো পরিষ্কার হয় না। মাঝে মাঝে পরিষ্কার হয়।
#কলকাতা: ফের শহরে ডেঙ্গিতে মৃত্যু। বরানগরের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বৃদ্ধার। বরাহনগর পুর এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর ৬৪ বৃদ্ধার। বরাহনগর পুরসভার ১৬ নং ওয়ার্ডের এ কে মুখার্জী রোডের বাসিন্দা ডোরা মুখোপাধ্যায় কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
মৃত্যু শংসাপত্রে ডেঙ্গি আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করা হয়। এলাকাবাসীর দাবি, এলাকা ঠিকমতো পরিষ্কার হয় না। মাঝে মাঝে পরিষ্কার হয়। এলাকায় অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আছেন। জঞ্জাল আছে, সেটাও পরিষ্কার হয় না বলে অভিযোগ এলাকাবাসীর এবং এক ডেঙ্গি আক্রান্তের।
advertisement
advertisement
আর বরানগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর পর অঞ্চলের শুরু হল মাইকিং। পৌরসভার উদ্যোগে মাইকিং করে অঞ্চলের মানুষকে ডেঙ্গি সম্পর্কে সচেতন করলেন পৌরসভার কর্মীরা, এরপরেই বড়নগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মৃত ডোনা মুখোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে এলেন পৌরসভার উপ পৌর প্রধান দিলীপ নারায়ণ বসু এবং পৌরসভার মেডিক্যাল অফিসার সহ স্থানীয় পৌর প্রতিনিধি।
advertisement
পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসক জয়দীপ মজুমদার জানালেন ডোনা মুখোপাধ্যায় তার শারীরিক অন্যান্য সমস্যাও ছিল, কী কারণে মৃত্যু হয়েছে সেটা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ডেঙ্গি সম্পর্কে অঞ্চলের মানুষজনকে সচেতন থাকার বার্তা দেবেন চিকিৎসক জয়দীপ মজুমদার।
advertisement
---অরুণ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 12:38 PM IST