Soumitra Khan Vs Sukanta Majumdar: 'সুকান্তকে মানি না', সাফ জানিয়ে দিলেন সৌমিত্র খাঁ! তাহলে কি বিজেপিতে ইতি? বিস্ফোরক সাংসদ

Last Updated:

Soumitra Khan Vs Sukanta Majumdar: সৌমিত্র খাঁ'র বক্তব্য, "সুকান্ত মজুমদার সভাপতি থাকলেই তাঁকে মানতেই হবে এমন কোনও মানে নেই। আমি পারব না।" 

যুযুধান
যুযুধান
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মানেন না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। তাঁর বক্তব্য, "সুকান্ত মজুমদার সভাপতি থাকলেই তাঁকে মানতেই হবে এমন কোনও মানে নেই। আমি পারব না।"
তাঁর কথায়, " আমি তাঁদের কথা শুনতে পারব না। শুধু দিল্লি নেতাদের কথাই শুনব। তাঁদের দেখেই বিজেপিতে এসেছি।" তিনি কি দল ছাড়ছেন? সৌমিত্র স্পষ্ট জানান, বিজেপি তাড়িয়ে দিলেও দলেই থাকব। তিনি জানিয়েছেন, " অন্য কোনও নেতাকে মানব না। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ছাড়া কাউকে মানি না। শাস্তি দিলেও কিছু এসে যায় না।" দুদিন আগেই রাজ্যের কোর কমিটি গঠন করেছে বিজেপি। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সৌমিত্র বলেছেন, " অযোগ্য ব্যক্তিদের মাথায় রেখে লড়াই করা কঠিন। শুভেন্দু দা, দিলীপ দা লড়ছেন। তবে বাকিরা অযোগ্য।" রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শিক্ষানবিশ বলেও মন্তব্য করেছেন তিনি।
advertisement
advertisement
একইসঙ্গে তাঁর দাবি " তিনি শিক্ষা নিচ্ছেন। এতগুলো কর্মীকে বিপদে ফেলে শিক্ষা নেওয়া ঠিক নয়।" সৌমিত্র খানের আরও দাবি যে কোর কমিটি গঠন করা হয়েছে তার একজন দুজন বাদ দিয়ে বাকিরা শিক্ষানবিশ। এভাবে চললে তৃণমূলের থেকে নির্দল বেশি ব্যবধানে জিতবে বলে দাবি সৌমিত্র খাঁর।
advertisement
নিউজ 18 বাংলা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ''২০১৯ সালে বিজেপি করতে আসি প্রধানমন্ত্রী আর অমিত শাহকে দেখে। রাজ্য বিজেপির বিরোধ করছি মানে এই নয় যে, বিজেপি ছেড়ে দেব। তবে রাজ্যের কোন নেতা কী দায়িত্বে আছে, আমি ওসব নিয়ে ভাবিত নই। আমি প্রধানমন্ত্রী ও অমিত শাহের অনুগামী। সম্প্রতি যে ২৪ জনের কোর কমিটি তৈরি করা হল, যার মধ্যে ২০ জন বাংলার নেতা। সেখানে আমার জায়গা হল না। অথচ আমাকে দেওয়া হল রাঢবঙ্গের পঞ্চায়েতের পর্যবেক্ষকের দায়িত্ব।'' সৌমিত্রের সংযোজন, ''ওই কমিটির কী দাম আছে? ক্লাব কমিটির মতো বিজেপি চলছে। ক্লাব-কমিটি বছরে একবার হয়, বিজেপির বাংলা রাজ্য কমিটি বছরে চার বার পরিবর্তন হয়।''
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Soumitra Khan Vs Sukanta Majumdar: 'সুকান্তকে মানি না', সাফ জানিয়ে দিলেন সৌমিত্র খাঁ! তাহলে কি বিজেপিতে ইতি? বিস্ফোরক সাংসদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement