Ed Raid in Kolkata: কলকাতায় ফের টাকার পাহাড়! উল্টোডাঙায় রাতভর তল্লাশিতে উদ্ধার কোটি-কোটি টাকা! বিরাট অভিযান

Last Updated:

Ed Raid in Kolkata: গতকাল দুপুর থেকে একটানা জেরা এবং তল্লাশি অভিযানের পর বৃহস্পতিবার ভোর ৫ টায় উল্টোডাঙার ব্যবসায়ীর বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকরা।

ফের বিপুল টাকা উদ্ধার কলকাতায়
ফের বিপুল টাকা উদ্ধার কলকাতায়
#কলকাতা: ফের টাকার পাহাড় কলকাতায়। গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের সূত্রে এবার উল্টোডাঙায় আমির খান-ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হল কোটি-কোটি টাকা। উল্টোডাঙার ওই বাড়ির আলমারি থেকেই উদ্ধার হয়েছে দেড় কোটি টাকা। বুধবার বিকেল থেকে ইডি-র তল্লাশি অভিযানেই উঠে এসেছে এই বিপুল পরিমাণ টাকা।
গতকাল দুপুর থেকে একটানা জেরা এবং তল্লাশি অভিযানের পর বৃহস্পতিবার ভোর ৫ টায় উল্টোডাঙার ব্যবসায়ীর বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকরা। সঙ্গে করে সেই ব্যবসায়ীকে এবং দুটি বড় ট্রলিব্যাগ নিয়ে বেরোন তাঁরা। পরে জানা যায়, ওই বাড়ির কর্তা উমেশ আগরওয়ালের ছেলে রুমেন আগরওয়াল গ্রেফতার করেছে ইডি। একইসঙ্গে প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে ইডি।
advertisement
advertisement
জানা গিয়েছে, বুধবার দুপুরের পরই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে বেরোয় ইডি। হানা দেয় উল্টোডাঙায় আমির খান-ঘনিষ্ঠ রমেশ আগরওয়ালের বাড়িতে। এরপর শুরুতে একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে তাঁরা। তারপর ধীরেধীরে তল্লাশি চালিয়েই অন্তত দেড় কোটি টাকা উদ্ধার হয় ওই বাড়ি থেকে। কেবল আলমারি থেকেই উদ্ধার হয়েছে নগদ টাকার পাহাড়।
advertisement
কেন্দ্রীয় গোয়েন্দারা এরপর টাকা গোনার মেশিন দিয়ে টাকা গোনেন। সূত্রের খবর, তাতে দেড় কোটি টাকা পাওয়া যায়। ভোররাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ। তবে, আরও টাকার হদিশ মিলবে বলে গোয়েন্দা সূত্রে খবর। যদিও ভোরে ওই বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা।
advertisement
জানা গিয়েছে, এদিন উল্টোডাঙা, যাদবপুর এবং পার্ক স্ট্রিটে একযোগে তল্লাশি অভিযান চালান ইডি গোয়েন্দারা। মূলত আমির খান-ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযানে যান তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ed Raid in Kolkata: কলকাতায় ফের টাকার পাহাড়! উল্টোডাঙায় রাতভর তল্লাশিতে উদ্ধার কোটি-কোটি টাকা! বিরাট অভিযান
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement