Ed Raid in Kolkata: কলকাতায় ফের টাকার পাহাড়! উল্টোডাঙায় রাতভর তল্লাশিতে উদ্ধার কোটি-কোটি টাকা! বিরাট অভিযান
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Ed Raid in Kolkata: গতকাল দুপুর থেকে একটানা জেরা এবং তল্লাশি অভিযানের পর বৃহস্পতিবার ভোর ৫ টায় উল্টোডাঙার ব্যবসায়ীর বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকরা।
#কলকাতা: ফের টাকার পাহাড় কলকাতায়। গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের সূত্রে এবার উল্টোডাঙায় আমির খান-ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হল কোটি-কোটি টাকা। উল্টোডাঙার ওই বাড়ির আলমারি থেকেই উদ্ধার হয়েছে দেড় কোটি টাকা। বুধবার বিকেল থেকে ইডি-র তল্লাশি অভিযানেই উঠে এসেছে এই বিপুল পরিমাণ টাকা।
গতকাল দুপুর থেকে একটানা জেরা এবং তল্লাশি অভিযানের পর বৃহস্পতিবার ভোর ৫ টায় উল্টোডাঙার ব্যবসায়ীর বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকরা। সঙ্গে করে সেই ব্যবসায়ীকে এবং দুটি বড় ট্রলিব্যাগ নিয়ে বেরোন তাঁরা। পরে জানা যায়, ওই বাড়ির কর্তা উমেশ আগরওয়ালের ছেলে রুমেন আগরওয়াল গ্রেফতার করেছে ইডি। একইসঙ্গে প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে ইডি।
advertisement
আরও পড়ুন: 'সুস্থ হলেই আপনার সঙ্গে বৈঠক করব', কেন্দ্রীয় মন্ত্রীর পঞ্চায়েত মন্ত্রীকে ফোন! বাংলার জন্য সুখবর?
advertisement
জানা গিয়েছে, বুধবার দুপুরের পরই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে বেরোয় ইডি। হানা দেয় উল্টোডাঙায় আমির খান-ঘনিষ্ঠ রমেশ আগরওয়ালের বাড়িতে। এরপর শুরুতে একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে তাঁরা। তারপর ধীরেধীরে তল্লাশি চালিয়েই অন্তত দেড় কোটি টাকা উদ্ধার হয় ওই বাড়ি থেকে। কেবল আলমারি থেকেই উদ্ধার হয়েছে নগদ টাকার পাহাড়।
advertisement
আরও পড়ুন: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কালীপুজোয় এবার বড় বিপর্যয়? বর্ষা বিদায়েও বড় পূর্বাভাস হাওয়া অফিসের
কেন্দ্রীয় গোয়েন্দারা এরপর টাকা গোনার মেশিন দিয়ে টাকা গোনেন। সূত্রের খবর, তাতে দেড় কোটি টাকা পাওয়া যায়। ভোররাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ। তবে, আরও টাকার হদিশ মিলবে বলে গোয়েন্দা সূত্রে খবর। যদিও ভোরে ওই বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা।
advertisement
জানা গিয়েছে, এদিন উল্টোডাঙা, যাদবপুর এবং পার্ক স্ট্রিটে একযোগে তল্লাশি অভিযান চালান ইডি গোয়েন্দারা। মূলত আমির খান-ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযানে যান তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 8:47 AM IST