West Bengal News: 'সুস্থ হলেই আপনার সঙ্গে বৈঠক করব', কেন্দ্রীয় মন্ত্রীর পঞ্চায়েত মন্ত্রীকে ফোন! বাংলার জন্য সুখবর?

Last Updated:

West Bengal News: ১০০ দিনের কাজের টাকার পাওনার জট খুলতে চলেছে?কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীর ফোন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে।

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: অবশেষে কি ১০০ দিনের কাজের টাকা নিয়ে জট খুলতে চলেছে? ১০০ দিনের কাজের টাকার পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে সওয়াল করে আসছে রাজ্য। ছমাসেরও বেশি সময় ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এমনটাই অভিযোগ রাজ্যের। এবার সেই জট ই কার্যত খুলতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। বুধবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিং ফোন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে।বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয় নবান্ন সূত্রে খবর।
কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে ফোনে জানান "সুস্থ হলেই আপনার সঙ্গে বৈঠক করব।"এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান "উনার সঙ্গে ফোনে কথা হয়েছে। উনি এখনো সুস্থ হননি। উনি জানিয়েছেন সুস্থ হলেই তিনি আমার সঙ্গে বৈঠক করবেন।"
advertisement
advertisement
সম্প্রতি ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। প্রকল্পের কোন নাম বদল সেই অভিযোগ তুলে কেন্দ্র তরফে পাঠানো হয়েছে রাজ্যে পরিদর্শনকারী দল। ইতিমধ্যেই সেই দল রিপোর্ট জমা দেওয়ার পরেও বেশ কিছু বিষয় নিয়ে কেন্দ্র জানতেও চেয়েছে রাজ্যের থেকে। ইতিমধ্যেই তার রিপোর্টও রাজ্য পঞ্চায়েত দফতর পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকে। কিন্তু তারপর থেকে কোন উত্তর না আসায় খানিকটা হতাশ প্রকাশ করেছিল রাজ্য। অবশেষে বুধবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে ফোন করায় কিছুটা আশার আলো তৈরি করেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
advertisement
সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত সচিব কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকে সচিবের সঙ্গেও বৈঠক করেছেন বলেই নবান্ন সূত্রে খবর। সেই বৈঠকেই ১০০ দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনার একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এবার দুয়ারী সরকার কর্মসূচিতেও "১০০ দিনের কাজ" কর্মসূচিকে রাখা হয়নি। মনে করা হচ্ছে নভেম্বরের বৈঠক থেকে কিছু ইতিবাচক তথ্য আসতে পারে। তবে দিওয়ালির পরে কবে বৈঠক হবে তা অবশ্য এখনো নিশ্চিত করে জানায়নি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক। রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার অবশ্য বলেন "দিওয়ালির পরেই বৈঠক হবে বলেই আশা করছি।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: 'সুস্থ হলেই আপনার সঙ্গে বৈঠক করব', কেন্দ্রীয় মন্ত্রীর পঞ্চায়েত মন্ত্রীকে ফোন! বাংলার জন্য সুখবর?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement