Debjani Mukherjee: 'প্রিজন ভ্যান' এসে দাঁড়াল ঢাকুরিয়ার মুখার্জি লেনে... দেবযানী হেঁটে বাড়িতে ঢুকতেই যা ঘটল...!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Debjani Mukherjee Saradha Scam: ১০ বছর পর মুক্তি? রবিবাসরীয় দুপুরে অসুস্থ মায়ের কাছে দেবযানী! বাড়িতে ঢুকতেই শুরু হয়ে গেলে সময়ের উল্টো গোনা। কতক্ষণের সাক্ষাৎ?
কলকাতা: একের পর এক বেআইনি অর্থলগ্নি সংস্থা মাথা চাড়া দিয়ে উঠেছে। ২০১৩, হঠাৎ অভিযোগ উঠতে শুরু হল হাজার হাজার আমানতকারী প্রতারিত। প্রতারণা করেছে বেআইনি অর্থলগ্নি সংস্থা। সামনে আসে সারদা, রোজভ্যালির মতও সংস্থার নাম। গ্রেফতার হতে শুরু হয় একাধিক সংস্থার কর্ণধার।
দেখতে দেখতে দশ বছর হয়ে পেরিয়ে গেল। মাঝে মাঝে শোনা যায় সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু বা দেবযানী মুখোপাধ্যায়দের নাম। তবে তারা এখনও তাদের বন্দিদশা কাটাচ্ছেন সংশোধনাগারের অন্ধকার কুঠুরিতে।
advertisement
এহেন অবস্থায় দশ বছর পর বাড়ি এলেন সারদা কাণ্ডে ধৃত সংস্থার সেকেন্ড ইন কম্যান্ড দেবযানী মুখোপাধ্যায়। তবে পুরোপুরি মুক্ত নন তিনি, মা অসুস্থ থাকার কারণে ঘণ্টা ছয়ের জন্য প্যারোলে বাড়ি এলেন দেবযানী। যিনি বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিক। সংশোধনাগার সূত্রে খবর, তার মা গুরুতর অসুস্থ। সম্প্রতি হাসপাতালের ভর্তি হতে হয়েছিল। এই অবস্থায় মাকে দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন দেবযানী।
advertisement
বিশেষ সিবিআই আদালত ও সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়। আদালত সেই আবেদনে সাড়া দেয়। এরপরই ছ’ঘণ্টার জন্য মাকে দেখতে যাওয়ার অনুমতি মেলে। রবিবার দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ সংশোধনাগারের গাড়ি এসে থামে ঢাকুড়িয়া মুখার্জি পাড়া লেনে। সদর রাস্তায় প্রিজন ভ্যান থেকে নেমে পায়ে হেঁটেই বাড়িতে ঢুকলেন দেবযানী।
advertisement
দশ বছর পর পাড়ার মেয়ে আসছে দেখে অনেককেই দেখা গেল বাড়ির দরজায় দাঁড়িয়ে দেবযানীকে দেখছেন। তখন বাড়ির ভিতরেও পুলিশি পাহাড়া। সটান ঢুকে বন্ধ হয়ে গেল মুখোপাধ্যায় পরিবারের সদর দরজা।
advertisement
প্রসঙ্গত এই দশ বছরে বন্দিদশায় সংশোধনাগার থেকেই মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন দেবযানী। কখনও সখনও ভিডিও কলে মাকে দেখেছেন মেয়ে। কিন্তু অসুস্থ হওয়ার পর থেকেই মেয়েকে দেখার ইচ্ছা মায়ের। কিন্তু ভিডিও কলে তা সম্ভব হয়নি। তাই দেবযানী নিজেই প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন।
advertisement
উল্লেখ্য, সারদা কাণ্ড সামনে আসার পর ২০১৩ সালে কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলেন দেবযানী। ওই বছর ২২ এপ্রিল দুজনকেই কাশ্মীর থেকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেট। পরে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2023 5:26 PM IST