Train Accident: অলৌকিক...! করমণ্ডল-পরিণতি থেকে কী ভাবে রক্ষা চক্রধরপুর এক্সপ্রেসের? শুনলে চমকে যাবেন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Train Accident: বরাত জোরে মাত্র কয়েক মিনিটের জন্যে রক্ষা পেল শতাধিক মানুষ। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছিল বললে ভুল হবেনা।
বাঁকুড়া: একটুর জন্য রক্ষা পেল হাওড়া থেকে চক্রধরপুরগামী চক্রধরপুর এক্সপ্রেস। ওন্দা গ্রাম রেল স্টেশনের ট্রেন দুর্ঘটনায় ভয়ঙ্কর পরিণতি হতে পারত চক্রধরপুর এক্সপ্রেসের। আচমকা সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে যায় বাঁকুড়ার ওন্দা গ্রাম রেল স্টেশনে। মুহূর্তের মধ্যে দেখা যায় লুপ লাইনে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে দুই বিধ্বস্ত মালগাড়ি। ধ্বংসের ছবি সুস্পষ্ট।
সৌভাগ্যবশত যাত্রী না থাকায় চালক ছাড়া কেউ আহত হননি। কিন্তু ভাগ্যের খেলায় মাত্র কয়েক মিনিটের জন্যে রক্ষা পেল শতাধিক মানুষের প্রাণ। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছিল বললে ভুল হবে না। লুপ লাইনে দাড়িয়ে থাকা মাল গাড়ির পিছনে আঘাত করে চলন্ত মালগাড়ি।
advertisement
advertisement
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় যেরকম সামনের বগি উপর দিকে উঠে গিয়েছিল সেরকমই মালগাড়ির বগি উঠে পড়ে অপর একটি মালগাড়ির উপর। একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাটি ঘটে ভোর চারটের সময়।
৩:৫০ নাগাদ বাঁকুড়ার ওন্দা গ্রাম পার করার কথা চক্রধরপুর এক্সপ্রেসের। মন্দা গ্রামে স্টপেজ না থাকায় গতির সঙ্গে বেরিয়ে যাওয়ার কথা চক্রধরপুর এক্সপ্রেসের। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় হামসফর এক্সপ্রেস যে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক একই পরিণতি হতে পারত চক্রধরপুর এক্সপ্রেসের। গাড়িটি লেট করায় এবং রেলে তৎপরতায় তড়িঘড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্টেশনে থামিয়ে দেওয়া হয় চক্রধরপুর এক্সপ্রেসকে। পরে লাইন ক্লিয়ার হলে নটা নাগাদ বাঁকুড়া স্টেশন ঢোকে একটুর জন্য বেঁচে যাওয়া চক্রধরপুর এক্সপ্রেস।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2023 3:54 PM IST