পশ্চিমবঙ্গের আট আটটি কলেজ ভারতের সেরা ১০০-তে...! তালিকায় রাজ্যের কোন কোনটি? দেখুন চমকে দেওয়া লিস্ট

Last Updated:
Best Colleges: প্রকাশ্যে এল দেশের সেরা ১০০ টি কলেজের নাম। আর সেই তালিকায় এবার রয়েছে পশ্চিমবঙ্গের মোট ৮টি কলেজ। গত বছরে সেরা ১০০ কলেজের তালিকাতে পশ্চিমবঙ্গের ৭ টি কলেজ ছিল। এবছর তালিকায় যুক্ত হয়েছে আরও একটি।
1/11
প্রকাশ্যে এল দেশের সেরা ১০০ টি কলেজের নাম। আর সেই তালিকায় এবার রয়েছে পশ্চিমবঙ্গের মোট ৮টি কলেজ। গত বছরে সেরা ১০০ কলেজের তালিকাতে পশ্চিমবঙ্গের ৭ টি কলেজ ছিল। এবছর তালিকায় যুক্ত হয়েছে আরও একটি।
প্রকাশ্যে এল দেশের সেরা ১০০ টি কলেজের নাম। আর সেই তালিকায় এবার রয়েছে পশ্চিমবঙ্গের মোট ৮টি কলেজ। গত বছরে সেরা ১০০ কলেজের তালিকাতে পশ্চিমবঙ্গের ৭ টি কলেজ ছিল। এবছর তালিকায় যুক্ত হয়েছে আরও একটি।
advertisement
2/11
দেশের সেরা ১০০ টি কলেজের তালিকায় নবতম সংযোজন হলো কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এটি উঠে এসেছে পঞ্চম স্থানে। অন্যদিকে, অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ রহড়া।
দেশের সেরা ১০০ টি কলেজের তালিকায় নবতম সংযোজন হলো কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এটি উঠে এসেছে পঞ্চম স্থানে। অন্যদিকে, অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ রহড়া।
advertisement
3/11
তবে এই বছর হতাশ করেছে পশ্চিমবঙ্গের বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। ২০২২ সালে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির নবম স্থানে ছিল। সেই কলেজ এবছর চলে গিয়েছে ১৫ নম্বর স্থানে।
তবে এই বছর হতাশ করেছে পশ্চিমবঙ্গের বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। ২০২২ সালে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির নবম স্থানে ছিল। সেই কলেজ এবছর চলে গিয়েছে ১৫ নম্বর স্থানে।
advertisement
4/11
অবশ্য সার্বিকভাবে রাজ্যের জন্য সুখবর। দেশের সেরা ১০০ টি কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের কলেজ রয়েছে মোট আটটি, যা গতবারের তুলনায় একটি বেশি।
অবশ্য সার্বিকভাবে রাজ্যের জন্য সুখবর। দেশের সেরা ১০০ টি কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের কলেজ রয়েছে মোট আটটি, যা গতবারের তুলনায় একটি বেশি।
advertisement
5/11
সোমবার India ranking 2023 (National Indian ranking framework বা NIRF 2023) এর সেরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত হয়েছে। গতবার যে তিনটি কলেজ প্রথম সেরা তিনে ছিল, সেই কলেজগুলোর কোনরকম পরিবর্তন হয়নি।
সোমবার India ranking 2023 (National Indian ranking framework বা NIRF 2023) এর সেরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত হয়েছে। গতবার যে তিনটি কলেজ প্রথম সেরা তিনে ছিল, সেই কলেজগুলোর কোনরকম পরিবর্তন হয়নি।
advertisement
6/11
গতবারের মতো এ বছরেও প্রথম স্থানে আছে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সিং কলেজ।পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এ বছর ২০২৩ সালের সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ৭০.৮, গতবার সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ছিল ৬৯.৫৪।
গতবারের মতো এ বছরেও প্রথম স্থানে আছে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সিং কলেজ।পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এ বছর ২০২৩ সালের সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ৭০.৮, গতবার সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ছিল ৬৯.৫৪।
advertisement
7/11
গত বছর ১৩ নম্বরে ছিল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া। ১৩ নম্বর থেকে সোজা প্রথম দশের মধ্যে চলে এসেছে এই কলেজটি। বর্তমানে এই কলেজটি রয়েছে আট নম্বরে। ৬৭.৫৬ থেকে স্কোর বেড়ে হয়েছে ৬৯.৫৩।
গত বছর ১৩ নম্বরে ছিল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া। ১৩ নম্বর থেকে সোজা প্রথম দশের মধ্যে চলে এসেছে এই কলেজটি। বর্তমানে এই কলেজটি রয়েছে আট নম্বরে। ৬৭.৫৬ থেকে স্কোর বেড়ে হয়েছে ৬৯.৫৩।
advertisement
8/11
রামকৃষ্ণ মিশন বেলুড় বিদ্যামন্দির গত বছর ৯ থেকে বর্তমানে চলে গিয়েছে ১৫ নম্বরে। বেলুড়ের স্কোর ছিল ৬৯.২৪, এবার কমে হয়েছে ৬৭.৩৮-তে। ২০২১ সালে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ছিল পঞ্চম স্থানে বর্তমানে তা ১৫তে।
রামকৃষ্ণ মিশন বেলুড় বিদ্যামন্দির গত বছর ৯ থেকে বর্তমানে চলে গিয়েছে ১৫ নম্বরে। বেলুড়ের স্কোর ছিল ৬৯.২৪, এবার কমে হয়েছে ৬৭.৩৮-তে। ২০২১ সালে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ছিল পঞ্চম স্থানে বর্তমানে তা ১৫তে।
advertisement
9/11
19 তম স্থানে আছে পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। গত বছরের স্কোর ছিল ৬৫.১৭, বর্তমান স্কোর হয়েছে ৬৫.০৫।
19 তম স্থানে আছে পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। গত বছরের স্কোর ছিল ৬৫.১৭, বর্তমান স্কোর হয়েছে ৬৫.০৫।
advertisement
10/11
রাজ্যের সেরা ১০ টি কলেজের তালিকা: ১.মিরান্ডা কলেজ। ২.হিন্দু কলেজ। ৩.প্রেসিডেন্সি কলেজ। ৪. পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস। ৫.সেন্ট জেভিয়ার্স কলেজ। ৬.আত্মারাম সনাতন ধর্ম কলেজ। ৭.লয়লা কলেজ। ৮.রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)। ৯.কিরোরি মাল কলেজ। ১০.লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস।
রাজ্যের সেরা ১০ টি কলেজের তালিকা: ১.মিরান্ডা কলেজ। ২.হিন্দু কলেজ। ৩.প্রেসিডেন্সি কলেজ। ৪. পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস। ৫.সেন্ট জেভিয়ার্স কলেজ। ৬.আত্মারাম সনাতন ধর্ম কলেজ। ৭.লয়লা কলেজ। ৮.রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)। ৯.কিরোরি মাল কলেজ। ১০.লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস।
advertisement
11/11
দেশের সেরা ১০০ কলেজে পশ্চিমবঙ্গে কলেজ: সেন্ট জেভিয়ার্স কলেজ – ৫ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)-৮ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)-১৫ রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর)-১৯ রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ, মেদিনীপুর-৬৪ মেদিনীপুর কলেজ-৭৩ বেথুন কলেজ, কলকাতা-৭৮ স্কটিশ চার্চ কলেজ, কলকাতা-১০০
দেশের সেরা ১০০ কলেজে পশ্চিমবঙ্গে কলেজ: সেন্ট জেভিয়ার্স কলেজ – ৫ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)-৮ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)-১৫ রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর)-১৯ রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ, মেদিনীপুর-৬৪ মেদিনীপুর কলেজ-৭৩ বেথুন কলেজ, কলকাতা-৭৮ স্কটিশ চার্চ কলেজ, কলকাতা-১০০
advertisement
advertisement
advertisement