Debangshu Bhattacharya: টাস্ক দিয়েছিলেন দেবাংশু...‘ডিজিটাল ভিউজ’-এ খুশি তৃণমূল কংগ্রেস

Last Updated:

রাজ্যে বিভিন্ন সময় বিজেপির IT সেলের কাজ নিয়ে নানা কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। তবে ২১শে জুলাইয়ের সমাবেশ রেকর্ড ডিজিটাল ভিউজ দিয়েছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস।

‘ডিজিটাল ভিউজ’-এ খুশি তৃণমূল কংগ্রেস
‘ডিজিটাল ভিউজ’-এ খুশি তৃণমূল কংগ্রেস
আবীর ঘোষাল, কলকাতা: রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ডিজিটাল প্রচার। ডিজিটাল প্রচারে বিজেপি অনেক এগিয়ে বলে মনে করে রাজনৈতিক মহল। তাদের আইটি সেল অনেক বেশি সক্রিয় বলে মনে করে ওয়াকিবহাল মহল। এই রাজ্যেও বিভিন্ন সময় বিজেপির IT সেলের কাজ নিয়ে নানা কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। তবে ২১শে জুলাইয়ের সমাবেশ রেকর্ড ‘ডিজিটাল ভিউজ’ দিয়েছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের আইটি সেলের দায়িত্ব প্রাপ্ত নেতা দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘দিদির পেজ থেকে এখনও পর্যন্ত ভিউ ২৮ লক্ষ। পার্টির পেজ থেকে ৩৩ লক্ষ। শুধু এই দুটি থেকেই এখনও (রাত্রি ৮:৪৫ পর্যন্ত) ৬১ লাখ! ভিড় ধরে আনা গেলেও যেতে পারে। আপনাদের ব্যাঙ্গের উক্তিতে গ্রামের মানুষ নাকি কেবল একবেলা ডিম ভাত খেতে এই প্রবল গরমে কলকাতায় আসে আর ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে সভাস্থলে ! আচ্ছা, ফেসবুকের ভিউ কি ধরে বেঁধে বা ডিম ভাত দেখিয়ে করানো যায় বন্ধু? একটু আপনার নেতাদের জিজ্ঞেস করবেন প্লিজ !’’
advertisement
advertisement
এর পাশাপাশি অবশ্য দেবাংশু তাঁর টিমের সদস্যদের একটা টাস্ক দিয়েছিলেন। নিজেই লিখেছিলেন, ‘‘সোশ্যাল মিডিয়া কর্মীদের জন্য একটি অনুরোধ..একটি টাস্ক.. অভ্যন্তরীণভাবেও জানিয়েছি, প্রকাশ্যে জানাচ্ছি…প্রত্যেক সোশ্যাল মিডিয়া কর্মী আজকে রাত ১০টার পর একুশে জুলাইয়ের আজকের সাফল্য, রেকর্ড ভাঙা ভিড়, রেকর্ড ডিজিটাল ভিউয়ার, নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ইত্যাদি নিয়ে প্রত্যেকে একটি করে ফেসবুক লাইভ করুন।’’
advertisement
সময়: রাত ১০টা থেকে রাত ১২টার মধ্যে। আপনি কথা বলতে পারেন কি পারেন না দেখার দরকার নেই। অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য বাকপটু হওয়ার দরকার পড়ে না। নিজের নিজের অভিজ্ঞতাই আজকে রাতে লাইভে এসে ভাগ করে নিন। কিন্তু প্রত্যেককে করতে হবে। লাইভ করার পর আপনার পরিচিত আইটি নেতৃত্বের কাছে লাইভের লিঙ্কটি পাঠিয়ে দিন। আমি পেয়ে যাব। লাইভ-এর হেডলাইনে #21July2025 হ্যাশট্যাগটি অবশ্যই ব্যবহার করুন।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Debangshu Bhattacharya: টাস্ক দিয়েছিলেন দেবাংশু...‘ডিজিটাল ভিউজ’-এ খুশি তৃণমূল কংগ্রেস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement