সচিন তেন্ডুলকর নন, বরং সর্বকালের সেরা ব্যাটার এই তিন জন ! এক সাক্ষাৎকারে নিজের মত প্রকাশ করলেন হাশিম আমলা

Last Updated:
গত ১৯ জুলাই অর্থাৎ শনিবার ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিরুদ্ধে ১৮ বলে ১৫ রান হাঁকিয়েছেন ৪২ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার। এরপর আগামী ২২ জুলাই অর্থাৎ মঙ্গলবার নর্থহ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে ইন্ডিয়া লেজেন্ডস-এর বিরুদ্ধে আবার মাঠে নামতে দেখা যাবে তাঁকে। 
1/5
বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি টপ-অর্ডার ব্যাটার এবং প্রাক্তন অধিনয়ক হাশিম আমলা। সেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ এবি ডেভিলিয়ার্সের নেতৃত্বে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নসের হয়ে খেলছেন তিনি। গত ১৯ জুলাই অর্থাৎ শনিবার ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিরুদ্ধে ১৮ বলে ১৫ রান হাঁকিয়েছেন ৪২ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার। এরপর আগামী ২২ জুলাই অর্থাৎ মঙ্গলবার নর্থহ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে ইন্ডিয়া লেজেন্ডস-এর বিরুদ্ধে আবার মাঠে নামতে দেখা যাবে তাঁকে। এমনিতে সব রকম ফরম্যাটে ভারতের বিরুদ্ধে খেলা ৫২টি ম্যাচে হাশিম আমলার ঝুলিতে রয়েছে ২৫২৭ রান। (File Photo)
বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি টপ-অর্ডার ব্যাটার এবং প্রাক্তন অধিনয়ক হাশিম আমলা। সেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ এবি ডেভিলিয়ার্সের নেতৃত্বে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নসের হয়ে খেলছেন তিনি। গত ১৯ জুলাই অর্থাৎ শনিবার ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিরুদ্ধে ১৮ বলে ১৫ রান হাঁকিয়েছেন ৪২ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার। এরপর আগামী ২২ জুলাই অর্থাৎ মঙ্গলবার নর্থহ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে ইন্ডিয়া লেজেন্ডস-এর বিরুদ্ধে আবার মাঠে নামতে দেখা যাবে তাঁকে। এমনিতে সব রকম ফরম্যাটে ভারতের বিরুদ্ধে খেলা ৫২টি ম্যাচে হাশিম আমলার ঝুলিতে রয়েছে ২৫২৭ রান। (File Photo)
advertisement
2/5
এদিকে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস-এর বিরুদ্ধে বাইশ গজের রণে নামার আগে স্টার স্পোর্টস-কে এক সাক্ষাৎকার দিয়েছেন আমলা। সেখানে তাঁকে সর্বকালের সেরা তিন ব্যাটারের নাম নিতে বলা হয়। জবাবে তিন ক্রিকেটারের নামও করেন। এঁদের মধ্যে অবশ্য একজন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে। তবে জানলে সকলেই হয়তো চমকে যাবেন যে, সেই ভারতীয় ক্রিকেটার কিন্তু সচিন তেন্ডুলকর নন! 
এদিকে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস-এর বিরুদ্ধে বাইশ গজের রণে নামার আগে স্টার স্পোর্টস-কে এক সাক্ষাৎকার দিয়েছেন আমলা। সেখানে তাঁকে সর্বকালের সেরা তিন ব্যাটারের নাম নিতে বলা হয়। জবাবে তিন ক্রিকেটারের নামও করেন। এঁদের মধ্যে অবশ্য একজন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে। তবে জানলে সকলেই হয়তো চমকে যাবেন যে, সেই ভারতীয় ক্রিকেটার কিন্তু সচিন তেন্ডুলকর নন!
advertisement
3/5
১৯৮৯ সালের নভেম্বর মাস থেকে ২০১৩ সালের নভেম্বর মাস পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন সচিন। আর বলাই বাহুল্য যে, নিঃসন্দেহে তিনি একজন সর্বকালের সেরা ব্যাটসম্যান। ক্রিকেটের ৫ দিন এবং ৫০ ওভারের ফরম্যাটে সবথেকে বেশি রান এবং সবথেকে বেশি টেস্ট ও ওডিআই খেলার রেকর্ড ছিনিয়ে নিয়েছেন ৫১ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার। এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সমস্ত ফরম্যাটে ৩৪৯টি ম্যাচ খেলেছেন হাশিম আমলা। আর গোটা কেরিয়ারে তাঁর ঝুলিতে এসেছে ১৮৬৭২ রান। অথচ তাঁর মতে, সর্বকালের তিন জন সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি, এবি ডেভিলিয়ার্স এবং ভিভ রিচার্ডস। (Photo: AP)
১৯৮৯ সালের নভেম্বর মাস থেকে ২০১৩ সালের নভেম্বর মাস পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন সচিন। আর বলাই বাহুল্য যে, নিঃসন্দেহে তিনি একজন সর্বকালের সেরা ব্যাটসম্যান। ক্রিকেটের ৫ দিন এবং ৫০ ওভারের ফরম্যাটে সবথেকে বেশি রান এবং সবথেকে বেশি টেস্ট ও ওডিআই খেলার রেকর্ড ছিনিয়ে নিয়েছেন ৫১ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার। এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সমস্ত ফরম্যাটে ৩৪৯টি ম্যাচ খেলেছেন হাশিম আমলা। আর গোটা কেরিয়ারে তাঁর ঝুলিতে এসেছে ১৮৬৭২ রান। অথচ তাঁর মতে, সর্বকালের তিন জন সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি, এবি ডেভিলিয়ার্স এবং ভিভ রিচার্ডস। (Photo: AP)
advertisement
4/5
আমলার কথায়, “সর্বকালের সেরা ব্যাটার তো বছরের পর বছর ধরে অনেকেই হয়ে এসেছেন। বেড়ে ওঠার সময় আমার তিন প্রিয় খেলোয়াড় ছিলেন ব্রায়ান লারা, স্টিভ ওয়া এবং জ্যাক ক্যালিস। আর জ্যাক ক্যালিস নিজেও দক্ষিণ আফ্রিকার। কিন্তু আরও তিন জনের নাম করতে চাই। সাম্প্রতিক সময়ে রয়েছেন বিরাট, এবি ডেভিলিয়ার্স। আর পুরনো সময়ের আরও একজনের নাম আমি নিতে চাই — স্যার ভিভিয়ান রিচার্ডস।” 
আমলার কথায়, “সর্বকালের সেরা ব্যাটার তো বছরের পর বছর ধরে অনেকেই হয়ে এসেছেন। বেড়ে ওঠার সময় আমার তিন প্রিয় খেলোয়াড় ছিলেন ব্রায়ান লারা, স্টিভ ওয়া এবং জ্যাক ক্যালিস। আর জ্যাক ক্যালিস নিজেও দক্ষিণ আফ্রিকার। কিন্তু আরও তিন জনের নাম করতে চাই। সাম্প্রতিক সময়ে রয়েছেন বিরাট, এবি ডেভিলিয়ার্স। আর পুরনো সময়ের আরও একজনের নাম আমি নিতে চাই — স্যার ভিভিয়ান রিচার্ডস।”
advertisement
5/5
প্রসঙ্গত নিজের কেরিয়ারের দিনগুলিতে ১৪টি টেস্ট এবং ৯টি ওডিআই-এ দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়কত্ব করেছেন আমলা। বর্তমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ খেলছেন তিনি। সেই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, আসন্ন সময়ে কোন খেলোয়াড়ের মুখোমুখি হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। জবাবে আমলা নিয়েছিলেন ক্রিস গেইলের নাম। WCL 2025-এ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস-এর হয়ে অধিনায়কত্ব করছেন গেইল। আমলা বলেন যে, “সব দিক থেকে উনি বস। তিনি এমন একজন, সব সময় যাঁর খেলা দেখার জন্য এবং যাঁর বিপক্ষে বারবার খেলার জন্য আমি মুখিয়ে থাকি।” 
প্রসঙ্গত নিজের কেরিয়ারের দিনগুলিতে ১৪টি টেস্ট এবং ৯টি ওডিআই-এ দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়কত্ব করেছেন আমলা। বর্তমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ খেলছেন তিনি। সেই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, আসন্ন সময়ে কোন খেলোয়াড়ের মুখোমুখি হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। জবাবে আমলা নিয়েছিলেন ক্রিস গেইলের নাম। WCL 2025-এ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস-এর হয়ে অধিনায়কত্ব করছেন গেইল। আমলা বলেন যে, “সব দিক থেকে উনি বস। তিনি এমন একজন, সব সময় যাঁর খেলা দেখার জন্য এবং যাঁর বিপক্ষে বারবার খেলার জন্য আমি মুখিয়ে থাকি।”
advertisement
advertisement
advertisement