নায়িকাকে গভীর চুম্বনে জাপটে ধরে রেখেছিলেন এই অভিনেতা ! রীতিমতো আগুন ছড়িয়ে দিয়েছিল গানের সেই দৃশ্য, তৈরি হয়েছিল তীব্র বিতর্কও

Last Updated:
আসলে বলিউডে কিছু অভিনেতা রয়েছে, যাঁরা প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে শ্যুটিংয়ের সময় ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনার কারণে বিতর্কে জড়িয়ে গিয়েছেন।
1/5
রুপোলি জগৎটা দেখতে ঝাঁ-চকচকে হলেও সবটাতেই কিন্তু চাকচিক্য থাকে না। সময়ে সময়ে একাধিক বিতর্কের আগুনে দগ্ধ হয়েছে বি-টাউন। আসলে বলিউডে কিছু অভিনেতা রয়েছে, যাঁরা প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে শ্যুটিংয়ের সময় ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনার কারণে বিতর্কে জড়িয়ে গিয়েছেন। এর মধ্যে এক অভিনেতা রয়েছেন, যিনি শ্যুটিং চলাকালীন বিপরীতে থাকা নায়িকার ব্লাউজ উন্মুক্ত করে আশ্লেষে চুম্বনে জড়িয়ে ধরেছিলেন। যদিও সেই নায়ক অবশ্য আজ বেঁচে নেই। তবে নায়িকা কিন্তু দক্ষিণী ছবির দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র। আসলে হিন্দি ছবি ‘পরম্পরা’-র জেরে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক।
রুপোলি জগৎটা দেখতে ঝাঁ-চকচকে হলেও সবটাতেই কিন্তু চাকচিক্য থাকে না। সময়ে সময়ে একাধিক বিতর্কের আগুনে দগ্ধ হয়েছে বি-টাউন। আসলে বলিউডে কিছু অভিনেতা রয়েছে, যাঁরা প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে শ্যুটিংয়ের সময় ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনার কারণে বিতর্কে জড়িয়ে গিয়েছেন। এর মধ্যে এক অভিনেতা রয়েছেন, যিনি শ্যুটিং চলাকালীন বিপরীতে থাকা নায়িকার ব্লাউজ উন্মুক্ত করে আশ্লেষে চুম্বনে জড়িয়ে ধরেছিলেন। যদিও সেই নায়ক অবশ্য আজ বেঁচে নেই। তবে নায়িকা কিন্তু দক্ষিণী ছবির দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র। আসলে হিন্দি ছবি ‘পরম্পরা’-র জেরে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক।
advertisement
2/5
বিতর্কিত যে অভিনেতার কথা এখানে বলা হচ্ছে, তিনি আর কেউ নন, বিনোদ খান্না। সত্তর এবং আশির দশকে ভারতীয় সিনেদুনিয়ায় তাঁর উপস্থিতি ছিল উজ্জ্বল। তবে তাঁকে ঘিরে কম বিতর্ক হয়নি। অভিনয়ের দিক থেকে তো দাপিয়ে বেড়িয়েছেন বিনোদ খান্না। তবে তাঁর হট দৃশ্য ঘিরেও কম চর্চা হত না! ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল যশ চোপড়ার অ্যাকশন থ্রিলার ছবি ‘পরম্পরা’। এই ছবিতে অভিনয় করেছেন সুনীল দত্ত, অশ্বিনী ভাবে, আমির খান, সইফ আলি খান, রম্যা কৃষ্ণণ, নীলম কোঠারি, রবিনা ট্যান্ডন এবং অনুপম খেরের মতো তারকারা। এটা আবার সইফ আলি খান এবং রম্যা কৃষ্ণণের ডেবিউ ফিল্ম ছিল।
বিতর্কিত যে অভিনেতার কথা এখানে বলা হচ্ছে, তিনি আর কেউ নন, বিনোদ খান্না। সত্তর এবং আশির দশকে ভারতীয় সিনেদুনিয়ায় তাঁর উপস্থিতি ছিল উজ্জ্বল। তবে তাঁকে ঘিরে কম বিতর্ক হয়নি। অভিনয়ের দিক থেকে তো দাপিয়ে বেড়িয়েছেন বিনোদ খান্না। তবে তাঁর হট দৃশ্য ঘিরেও কম চর্চা হত না! ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল যশ চোপড়ার অ্যাকশন থ্রিলার ছবি ‘পরম্পরা’। এই ছবিতে অভিনয় করেছেন সুনীল দত্ত, অশ্বিনী ভাবে, আমির খান, সইফ আলি খান, রম্যা কৃষ্ণণ, নীলম কোঠারি, রবিনা ট্যান্ডন এবং অনুপম খেরের মতো তারকারা। এটা আবার সইফ আলি খান এবং রম্যা কৃষ্ণণের ডেবিউ ফিল্ম ছিল।
advertisement
3/5
বক্স অফিসে দাপিয়ে রাজত্ব করেছিল ‘পরম্পরা’। কিন্তু বিতর্কের কারণে এটি সমালোচক এবং দর্শকদের সমালোচনার শিকারও হয়েছিল। যদিও এই ছবির একটি গান ব্যাপক হিট হয়েছিল। তবে সেই গানে বিনোদ খান্না এবং রম্যা কৃষ্ণণের কিছু দৃশ্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। আসলে ‘তু সাওয়ান মে প্যায়ার পিয়া পিয়া কি’ গানটিতে বিনোদ খান্না এবং রম্যা কৃষ্ণণের মধ্যে এমন কিছু দৃশ্য দেখা গিয়েছিল, যা রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছিল। আসলে দেখা গিয়েছে যে, রম্যার ব্লাউজ খুলছেন বিনোদ খান্না। আর তাঁর সঙ্গে চুম্বনে ডুবও দিয়েছেন। এহেন উষ্ণ দৃশ্য সেই সময় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল।
বক্স অফিসে দাপিয়ে রাজত্ব করেছিল ‘পরম্পরা’। কিন্তু বিতর্কের কারণে এটি সমালোচক এবং দর্শকদের সমালোচনার শিকারও হয়েছিল। যদিও এই ছবির একটি গান ব্যাপক হিট হয়েছিল। তবে সেই গানে বিনোদ খান্না এবং রম্যা কৃষ্ণণের কিছু দৃশ্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। আসলে ‘তু সাওয়ান মে প্যায়ার পিয়া পিয়া কি’ গানটিতে বিনোদ খান্না এবং রম্যা কৃষ্ণণের মধ্যে এমন কিছু দৃশ্য দেখা গিয়েছিল, যা রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছিল। আসলে দেখা গিয়েছে যে, রম্যার ব্লাউজ খুলছেন বিনোদ খান্না। আর তাঁর সঙ্গে চুম্বনে ডুবও দিয়েছেন। এহেন উষ্ণ দৃশ্য সেই সময় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল।
advertisement
4/5
১৯৯০-এর গোড়ার দিকে এই ধরনের দৃশ্য বলিউডি সিনেমার ক্ষেত্রে নতুনই ছিল। সেই কারণে আরও বেশি সমস্যার উদ্রেক হয়েছিল। প্রসঙ্গত সাম্প্রতিক কালে ‘বাহুবলী’ ছবিতে রাজমাতা শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন রম্যা কৃষ্ণণ। তবে নিজের কেরিয়ারের গোড়ার দিনগুলিতে গ্ল্যামারাস অবতারেও দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁর ব্যক্তিগত জীবনেও রয়েছে উত্থান-পতন। দক্ষিণী ছবির দুনিয়ার পাশাপাশি বলিউডেও দুর্ধর্ষ অভিনয় করেছেন তিনি।
১৯৯০-এর গোড়ার দিকে এই ধরনের দৃশ্য বলিউডি সিনেমার ক্ষেত্রে নতুনই ছিল। সেই কারণে আরও বেশি সমস্যার উদ্রেক হয়েছিল। প্রসঙ্গত সাম্প্রতিক কালে ‘বাহুবলী’ ছবিতে রাজমাতা শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন রম্যা কৃষ্ণণ। তবে নিজের কেরিয়ারের গোড়ার দিনগুলিতে গ্ল্যামারাস অবতারেও দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁর ব্যক্তিগত জীবনেও রয়েছে উত্থান-পতন। দক্ষিণী ছবির দুনিয়ার পাশাপাশি বলিউডেও দুর্ধর্ষ অভিনয় করেছেন তিনি।
advertisement
5/5
‘ত্রিমূর্তি’ (১৯৯৫), ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ (১৯৯৮) এবং ‘চাহত’ (১৯৯৬)-এর মতো ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন রম্যা। তবে সঞ্জয় দত্তের মতো তারকার সঙ্গে ‘খলনায়ক’ ছিল তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি। এদিকে দক্ষিণী দুনিয়ায় চিরঞ্জীবী, নাগার্জুনা, নন্দমুরি বালাকৃষ্ণ তথা বালায়া, মোহন বাবু, রাজেন্দ্র প্রসাদ-সহ তাবড় দক্ষিণী তারকাদের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী। নাগার্জুনার সঙ্গে তো দশটিরও বেশি হিট দিয়েছেন তিনি। আর মজার বিষয় হল, আক্কিনেনি পরিবারের তিন প্রজন্মের অভিনেতার সঙ্গেই অভিনয় করে রেকর্ড গড়েছেন রম্যা। 
‘ত্রিমূর্তি’ (১৯৯৫), ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ (১৯৯৮) এবং ‘চাহত’ (১৯৯৬)-এর মতো ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন রম্যা। তবে সঞ্জয় দত্তের মতো তারকার সঙ্গে ‘খলনায়ক’ ছিল তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি। এদিকে দক্ষিণী দুনিয়ায় চিরঞ্জীবী, নাগার্জুনা, নন্দমুরি বালাকৃষ্ণ তথা বালায়া, মোহন বাবু, রাজেন্দ্র প্রসাদ-সহ তাবড় দক্ষিণী তারকাদের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী। নাগার্জুনার সঙ্গে তো দশটিরও বেশি হিট দিয়েছেন তিনি। আর মজার বিষয় হল, আক্কিনেনি পরিবারের তিন প্রজন্মের অভিনেতার সঙ্গেই অভিনয় করে রেকর্ড গড়েছেন রম্যা।
advertisement
advertisement
advertisement