‘খেলা হবে’ গান ফের নতুন করে আসারই ইঙ্গিত দেবাংশু ভট্টাচার্যর

Last Updated:

Khela Hobe : এ বার ২০২৪ এর আগে একেবারে নতুন মোড়কেই খেলা হবে গান আসতে চলেছে বলেছে ইঙ্গিত দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য

২০২৪ এর আগে একেবারে নতুন মোড়কেই খেলা হবে গান আসতে চলেছে বলেছে ইঙ্গিত দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য
২০২৪ এর আগে একেবারে নতুন মোড়কেই খেলা হবে গান আসতে চলেছে বলেছে ইঙ্গিত দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য
কলকাতা : ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে সাড়া ফেলে দিয়েছিল 'খেলা হবে' গান। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ফের নতুন খেলা হবে গান আসতে চলেছে। ইতিমধ্যেই ‘খেলা হবে’ গানের বেশ কিছু জায়গায় বদল হয়েছে গত ফ্রেব্রুয়ারি মাসে। আবার জাতীয় রাজনীতির প্রসঙ্গ মাথায় রেখে খেলা হবে গানে আনা হচ্ছে একাধিক নয়া লাইন। সেই বিষয়েও একটা ঝলক তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশ থেকে দেওয়া হয়েছে।
এ বার ২০২৪ এর আগে একেবারে নতুন মোড়কেই খেলা হবে গান আসতে চলেছে বলেছে ইঙ্গিত দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘‘ দেখুন আমরা খেলার কথা বলেছিলাম। খেলা তো কখনও একটা ধাপে শেষ হয় না। খেলার দুটো ধাপ থাকে। হয় প্রথমে ব্যাটিং, পরে ফিল্ডিং। নয় আগে ফিল্ডিং, পরে ব্যাটিং। আমাদের নেত্রী প্রথমে ব্যাটিং করে ২১৫ নট আউট। উলটো দিকে ১৮ টা উইকেট ছিল। ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে। এর মধ্যে একটা উইকেট পড়ে গিয়েছে। অলরেডি আমাদের শত্রুঘ্ন সিনহা একটা উইকেট নিয়ে নিয়েছেন। আরও ১৭ টা উইকেট আছে। আর বেশ কিছু নড়বড়ে উইকেট আছে। কাঁথি, তমলুক ওই আর কি! এই সব মিলিয়ে ২০২৪ সালে ম্যাক্সিমাম উইকেট নেওয়া আমাদের খেলার মধ্যে পড়বে। সেই উইকেট সব নিয়ে নিতে পারলে আমাদের খেলা শেষ হবে।’’
advertisement
advertisement
আরও পড়ুন :  অভিষেককে ইডি'র তলব প্রসঙ্গে তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ মানতে নারাজ পদ্ম শিবির
তাঁর আরও সংযোজন, ‘‘ আমাদের ব্যাটিং ২১৫ নট আউট, আর ম্যাক্সিমাম উইকেট নিয়ে নেওয়া। আর এটাকে উদ্দেশ্য করেই খেলা হবে লেখা। ২০২১ সালে খেলা হবে ছিল একজনকে ফিরিয়ে আনার ডাক। ২০২৪ এর খেলা হবে, একজনকে বিদায় দেওয়ার ডাক। তার পরিবর্তে কী, সেটা বুঝে নেওয়ার ডাক। এই বিকল্প অবশ্যই বাংলা থেকে যাবে। ঠিক একদিন ঘাবড়ে যাবে, যতই কর খিল্লি/একটি পা'য়ে নবান্নে সে, দু'পায়ে যাবে দিল্লি- এগুলো খেলা হবে'র বর্ধিত ভার্সন। ২০২৪ এর আগে আবার একটা নতুন গান আসবে।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘খেলা হবে’ গান ফের নতুন করে আসারই ইঙ্গিত দেবাংশু ভট্টাচার্যর
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement