অভিষেককে ইডি'র তলব প্রসঙ্গে তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ মানতে নারাজ পদ্ম শিবির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দুই ফুল শিবিরের অভিযোগ পাল্টা অভিযোগে চড়ছে পারদ।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব প্রসঙ্গে শাসকদলের নেতারা বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ এনেছে। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে বিজেপি ব্যবহার করছে বলেও সরব হয়েছে শাসক দল। যদিও তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ইডি-সিবিআই নিরপেক্ষ তদন্তকারী সংস্থা বলে দাবি করে বঙ্গ বিজেপি নেতৃত্ব পাল্টা শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলছে, ‘‘বর্তমানে তৃণমূল কংগ্রেস দুর্নীতির পাঁকে ডুবে রয়েছে। তাদের থেকে পরিত্রাণ চাইছে বাংলার মানুষ।’’ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা বারবারই বলে থাকেন, ‘‘একের পর এক যেভাবে শাসকদলের নেতা মন্ত্রীদের কেলেঙ্কারির পর্দাফাঁস হচ্ছে তাতে এই মুহূর্তে দেশের মধ্যে দুর্নীতির শীর্ষে এগিয়ে তৃণমূলের বাংলা।’’
advertisement
advertisement
এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা কাণ্ডে মঙ্গলবার হাজিরার নোটিস জারি করার পর জোড়া ফুল শিবির সুর আরও বলছে, ‘‘রাজনৈতিকভাবে বিজেপি লড়াই না করতে পারায় কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে শাসক দলকে অপদস্থ করতে চাইছে বিজেপি।’’ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, ‘‘কেন্দ্রীয় এজেন্সির তদন্তের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। বিজেপির কথায় চলে না ইডি-সিবিআই। আমরা তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক ভাবেই লড়াই করে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করব।’’
advertisement
আরও পড়ুন- আতঙ্ক ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস, বীরভূমে এক সপ্তাহের মধ্য়ে মৃত দুই, উদ্বীগ্ন স্বাস্থ্য় দফতর
তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমান সত্যি প্রমাণিত হয়। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের ২৪ ঘণ্টার মধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে হাজিরার নোটিস পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার বেলা ১১টায় কলকাতা ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, ইডি'র তলব নোটিসে বলা হয়েছে, রাজ্যে কয়লা পাচারের অভিযোগের যে তদন্ত করছে ইডি, সেই সূত্রেই তারা অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায়। এমন কিছু যে হতে চলেছে সেই আশঙ্কা সোমবারই করেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 6:38 AM IST