Medical College dean of students removed: সরিয়ে দেওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজের ডিন মানব নন্দীকে, কেন এই পদক্ষেপ?
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Medical college: কলকাতা মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পদ থেকে সরিয়ে দেওয়া হল চিকিৎসক মানব নন্দীকে।
কলকাতা: হাসপাতালে আবার রদবদল। কলকাতা মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পদ থেকে সরিয়ে দেওয়া হল চিকিৎসক মানব নন্দীকে। পরিবর্তে নতুন ডিন হচ্ছেন কলকাতা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক চিকিৎসক অরূপ চক্রবর্তী।
কলকাতা মেডিক্যাল কলেজে অভিযোগ উঠেছিল হস্টেলে ঘর পেতে গেলে তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে। হস্টেলের সুপার তথা ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক চিকিৎসক সুহেনা সরকার এবং এনাটমি বিভাগের সহকারী অধ্যাপক চিকিৎসক ঈশিতা সেনগুপ্তের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন এক ছাত্রী।
advertisement
advertisement
অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ করা হয়। অভিযোগকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজের তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, ছাত্রদের সমস্ত কাজকর্ম থেকে এবং ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত সমস্ত জায়গা থেকে সরিয়ে দেওয়া হল মানব নন্দীকে।
advertisement
আরজি কর কাণ্ডের পরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রদবদলের ঘটনা ঘটেছে। দু’বার বদল করা হয়েছে আরজি কর হাসপাতালের সুপার, অন্যান্য হাসপাতালগুলিতেও টুকটাক বদল হয়েছে। এবার পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Aug 24, 2024 7:02 PM IST








