Dakshineswar Metro Attack: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড! ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ, মৃত স্কুল ছাত্র

Last Updated:

ঘটনাস্থল থেকে তিন ছাত্রকে আটক করেছে আরপিএফ৷ যদিও হামলাকারী ছাত্র এখনও পলাতক বলেই খবর৷

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি দিয়ে হামলা৷
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি দিয়ে হামলা৷
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুই ছাত্রের মধ্যে ছুরি নিয়ে মারামারি৷ যার জেরে মৃত্যু হল এক ছাত্রের৷ মৃত ছাত্রের নাম মনোজিৎ যাদব (১৭)৷ সে বাগবাজার হাইস্কুলের ছাত্র৷
ঘটনাস্থল থেকে তিন ছাত্রকে আটক করেছে আরপিএফ৷ যদিও হামলাকারী ছাত্র এখনও পলাতক বলেই খবর৷
জানা গিয়েছে, এ দিন দুপুর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের বাইরে স্কুল পড়ুয়া দুই ছাত্রের মধ্যে বচসা বাধে৷ এর পরই এক ছাত্র ছুরি নিয়ে আর এক ছাত্রকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে৷ রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ মৃত ছাত্র বরানগরের এস পি ব্যানার্জী রোডের  বাসিন্দা৷
advertisement
advertisement
জানা গিয়েছে, কাউন্টার থেকে টিকিট কেটে মেট্রো স্টেশনের প্রবেশ করতে হয় যাত্রীদের৷  কিন্তু ওই দুই ছাত্রের মারামারি হয় টিকিট কাউন্টারের সামনে৷ ফলে ওই ছাত্রদের ব্যাগ পরীক্ষা করার সুযোগ পাননি নিরাপত্তারক্ষীরা৷
ঘটনার সময় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্টেশন মাস্টার ছিলেন না৷ ঘটনার খবর পেয়েই মেট্রো ভবন থেকে স্টেশন মাস্টার, আরপিএফের অ্যাডিশনাল সিকিউরিটি কমিশনার স্টেশনে যাচ্ছেন৷ খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dakshineswar Metro Attack: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড! ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ, মৃত স্কুল ছাত্র
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement