Ghatal Cloth Distribution: পুজোর আবহে মানবিক উদ্যোগ! ঘাটালে বস্ত্র বিতরণ, ২৭০০ মানুষের হাতে পোশাক তুলে দিল জেলা প্রশাসন

Last Updated:

Ghatal Cloth Distribution: বন্যা দুর্গত ২৭০০ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। পুজোর মুখে সেই বস্ত্র বিতরণ ঘিরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়

ঘাটালে বস্ত্র বিতরণ
ঘাটালে বস্ত্র বিতরণ
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ দুর্গাপুজো মানেই যেমন ঠাকুর দেখা, কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া, তেমনই নতুন পোশাক। নতুন জামাকাপড় পরে ঠাকুর দেখার অপেক্ষায় থাকেন বহু মানুষ। এবার পুজোর আবহে বন্যা দুর্গত মানুষদের বস্ত্র বিতরণ করল জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যা দুর্গত ২৭০০ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। পুজোর মুখে সেই বস্ত্র বিতরণ ঘিরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। বন্যা দুর্গত মানুষদের মধ্যে ধাক্কাধাক্কিও হয় বলে খবর।
আরও পড়ুনঃ ফ্রি-তে পছন্দের জামাকাপড়! পুজোর আবহে হাওড়ায় বিনা পয়সায় পোশাক হাট! উপচে পড়ছে ভিড়
এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে দুর্গাপুজোকে সামনে রেখে ঘাটালে বন্যা দুর্গত মানুষদের বস্ত্র বিতরণ করা হল।
advertisement
advertisement
প্রসঙ্গত, চলতি বছর ঘাটালে একাধিকবার বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছিল। ব্যাহত হয়েছিল স্বাভাবিক জনজীবন। পুজোর আবহেও রাজ্যে বৃষ্টির সিলসিলা চলছে। এই আবহে ঘাটালের বন্যা দুর্গত মানুষদের বস্ত্র বিতরণ করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। এর ফলে বহু মানুষের মুখে হাসি ফুটবে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Cloth Distribution: পুজোর আবহে মানবিক উদ্যোগ! ঘাটালে বস্ত্র বিতরণ, ২৭০০ মানুষের হাতে পোশাক তুলে দিল জেলা প্রশাসন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement