Heavy Rainfall due to El Nino Effect: প্রবল বৃষ্টি আর কতদিন চলবে? আসল কারণ 'এল নিনো'! এখনই রেহাই নেই, বিজ্ঞানীরা যা বলছেন, ভয়ানক
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Heavy Rainfall due to El Nino Effect: আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু হয়েছিল আগেই, সেই আশঙ্কা মিথ্যা নয়৷ ‘এল নিনো’-এর প্রভাবে মারাত্মক পরিস্থিতি হতে চলেছে বিশ্বজুড়ে৷ আর সেই প্রভাব থেকে বাদ থাকবে না এই দেশ বা রাজ্যও৷
advertisement
ভারতের গ্রীষ্মকালীন বর্ষা নিয়ে বহুদিন ধরেই এক প্রচলিত ধারণা ছিল এল নিনো আসলেই দেশে খরা ডেকে আনে, কারণ এটি বর্ষার বৃষ্টিপাত কমিয়ে দেয়। কিন্তু সম্প্রতি প্রকাশিত এক নতুন গবেষণায় উঠে এসেছে একেবারে উল্টো চিত্র। গবেষণায় বলা হয়েছে, এল নিনো বর্ষার সামগ্রিক বৃষ্টিপাত কমালেও দেশের সবচেয়ে বৃষ্টিযুক্ত অঞ্চলে প্রতিদিনের বৃষ্টিকে আরও তীব্র করে তোলে।
advertisement
advertisement
এবার বিজ্ঞানীরা খুঁজে দেখেছেন চরম দৈনিক বৃষ্টি এবং তার সঙ্গে এল নিনোর সম্পর্ক। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক পত্রিকা সায়েন্সে । দলটি ভারতের আবহাওয়া দফতরের ১৯০১ থেকে ২০২০ সালের দৈনিক বৃষ্টির রেকর্ড বিশ্লেষণ করেছে। এরপর ১৯৭৯ থেকে ২০২০ সালের বায়ুমণ্ডলীয় তথ্য ব্যবহার করে কোন ভৌত কারণ এই প্রবণতার পেছনে কাজ করছে, তা যাচাই করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
অর্থাৎ, এল নিনো প্যাটার্ন আগে থেকে বুঝে ভারত সরকার ও কৃষক সমাজ যদি প্রস্তুতি নিতে পারে, তবে বন্যার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে। এল নিনো ভারতের বর্ষাকে শুধু খরা নয়, বরং চরম দৈনিক বর্ষণের দিক থেকেও প্রভাবিত করে। নতুন এই গবেষণা বন্যা মোকাবিলার জন্য পূর্বাভাস ব্যবস্থা আরও উন্নত করার দরজা খুলে দিল।
