ভরসন্ধেয় বাগুইআটিতে ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকার গয়না
Last Updated:
ভরসন্ধেয় বাগুইআটির মতো জনবহুল এলাকা থেকে লুঠ হয়ে গেল লক্ষাধিক টাকার গয়না এবং নগদ ৷ গৃহকর্ত্রীকে আটকে রেখে লুঠপাঠ চালাল একটি ডাকাত দল ৷ রবিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে দেশবন্ধুনগরের একটি বাড়িতে ৷
#কলকাতা: ভরসন্ধেয় বাগুইআটির মতো জনবহুল এলাকা থেকে লুঠ হয়ে গেল লক্ষাধিক টাকার গয়না এবং নগদ ৷ গৃহকর্ত্রীকে আটকে রেখে লুঠপাঠ চালাল একটি ডাকাত দল ৷ রবিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে দেশবন্ধুনগরের একটি বাড়িতে ৷
জানা গিয়েছে, গতকাল সন্ধেয় সে সময় ঘরে একাই ছিলেন ওই গৃহবধূ ৷ ৭টা নাগাদ কলিং বেল শুনে দরজা খোলেন তিনি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে ধাক্কা মেরে ঘরে ঢুকে পড়ে জনা তিনেক দুষ্কৃতি ৷ তাঁদের প্রত্যেকের মাথায় ছিল হেলমেট, হাত ছিল গ্লভসে ঢাকা ৷ গৃহবধূকে মারধর করে একটি ঘরে আটকে রাখে তাঁরা ৷ প্রতিবাদ করলে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় ৷ তারপর লুঠ করে প্রায় ২০ ভরি সোনার গয়না ও বেশকিছু নগদ টাকা ৷
advertisement
advertisement
অভিযোগকারিনী জানিয়েছেন, দুষ্কৃতিরা সকলে বাংলায় কথা বলছিল ৷ তাঁদের বয়স ত্রিশের মধ্যে ছিল বলেও জানিয়েছেন তিনি ৷ কিন্তু মাথায় হেলমেট থাকায় কাউকে চিনতে পারেননি ৷ ঘটনার সঙ্গে পরিচিত কারও জড়িত থাকার সম্ভবনা খতিয়ে দেছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে অনুমান, রবিবার ছুটির দিন হওয়া সত্বেও ওই গৃহবধূ যে বাড়িতে একাই ছিলেন, দুষ্কৃতীরা তা জানত। তিন যুবক হেলমেট পরে থাকায়, সন্দেহ আরও দানা বেঁধেছে।
advertisement
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ সন্দেহভাজনদের স্কেচ আঁকানো হতে পারে বলেও পুলিশ সূত্রে খবর ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2018 10:18 AM IST