DA Protest | Kolkata High court: ডিএ নিয়ে ফের বড় শর্ত আরোপ! হাইকোর্টের নির্দেশের পরে কি গলবে বরফ? কী জানাচ্ছেন আন্দোলনকারীরা
- Published by:Satabdi Adhikary
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
তবে আগামী ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তরমন্তরে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের ধর্না কর্মসূচি বহাল থাকছে বলেই জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে।
কলকাতা: ৭১ তম দিনে পড়ল বকেয়া DA দেওয়ার দাবিতে শহিদ মিনারের নীচে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ। অন্যান্য রাজ্যের মহার্ঘ ভাতার অঙ্ক তুলনায় বেশি হলেও এর রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তা কেন্দ্রীয় হারের তুলনায় অনেকটাই কম। এই অভিযোগে শহিদ মিনারের নীচে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে এক ছাতার তলায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা।
এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ডিএ ইস্যু নিয়ে রাজ্যকে বিশেষ নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ জানানো হয়েছে, আগামী ১৭ এপ্রিলের মধ্যে যৌথ মঞ্চের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজ্য সরকারকে৷ গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, "ডিএ আবেদন নিয়ে আলোচনা হওয়া উচিত। সরকারের সঙ্গে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে কথা শুরু হওয়া উচিত। আন্দোলনকারীদের তরফে ৩ জন থাকতে পারেন। সরকারের তরফে মুখ্যসচিব বা এই স্তরের আধিকারিক আলোচনায় থাকুন।"
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নাকি স্বাস্থ্যসাথী! কোন প্রকল্পে বেশি ঝোঁক মানুষের, দুয়ারে সরকার নিয়ে তথ্য প্রকাশ নবান্নের
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনমের নির্দেশে অনুযায়ী, কর্মচারী সংগঠনের তরফে কোনও তিন জন আলোচনায় যোগ দেবেন, তাঁদের নাম আগে থেকে দিয়ে দিতে হবে। রাজ্য সরকারের তরফে থাকবেন মুখ্যসচিব, অর্থসচিব সহ দ্বায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা। এই আলোচনা থেকে ডিএ সমস্যার ইতিবাচক সমাধান বেরিয়ে আসবে বলে আশা আদালতের৷
advertisement
advertisement
এর আগে বারংবার আলোচনা প্রসঙ্গ এড়িয়ে গেলেও আদালতের নির্দেশে এবার আলোচনায় বসার সম্ভাবনা অনেকটাই বেড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দীর্ঘদিন থেকে দাবি জানালেও আদালতের নির্দেশে যদি রাজ্য সরকার আলোচনায় বসতে চায়, তাহলে তাদের স্বাগত জানাবেন বলেই জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। যদিও আলোচনায় রাজি থাকলেও তিনটি শর্ত আরোপ করেছে যৌথ মঞ্চ...
advertisement
আরও পড়ুন: আর যানজটের ভোগান্তি নয়! দ্রুতই বদলাতে চলেছে ই এম বাইপাসের গোটা মানচিত্র, তৈরি হচ্ছে ঝাঁ চকচকে স্কাইওয়াক, সঙ্গে উড়ালপুল!
1) ডিএ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে মামলা করেছে, তা প্রত্যাহার করতে হবে। আন্দোলনকারীদের দাবি, রাজ্যের সাধারণ মানুষের টাকায় সুপ্রিম কোর্টে বারবার মামলা করে অহেতুক বিলম্ব করছে রাজ্য।
advertisement
2) ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটে অংশ নেওয়া সরকারি কর্মীদের কাছে পাঠানো শো কজ নোটিস প্রত্যাহার করতে হবে। গণহারে যেভাবে রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মচারীদের শোকজ করা হয়েছিল, সেই প্রত্যেকটি শোকজকে ফিরিয়ে নিতে হবে রাজ্য সরকারকে।
3) আন্দোলনকারী সরকারি কর্মীদের শাস্তিমূলক বদলির নির্দেশ বাতিল করতে হবে। আন্দোলনকারী অনেক সরকারি কর্মচারীকেই রুটিন বদলি বলে বদলি করা হলেও, তা আসলে প্রতিহিংসামূলক বদলি বলেই মনে করছেন আন্দোলনকারীরা। তাই প্রত্যেকের বদলির আদেশ পুনর্বিবেচনা করে তাদেরকে আগের জায়গায় বহাল করতে হবে।
advertisement
তবে আগামী ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তরমন্তরে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের ধর্না কর্মসূচি বহাল থাকছে বলেই জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। এমনকি, এই দুদিনের মধ্যে কোনও একদিন যদি রাজ্য আলোচনার টেবিলে বসার আহ্বান জানায় এবং শর্ত মেনে নেয়, তাহলেও দিল্লির ধর্না হবে। তবে রাজ্য সরকারের তরফে আদালতের নির্দেশ মেনে আলোচনায় বসা হবে কি না, সেই নিয়ে আদৌ নিশ্চিত নন আন্দোলনকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 2:31 PM IST