Cyclone Asani Update: অশনি মোকাবিলায় তৈরি রাজ্য! কলকাতাতেই এনডিআরএফ-এর ১৭ টি টিম প্রস্তুত !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Cyclone Asani Update: অশনি মোকাবিলায় কী কী প্রস্তুতি নবান্নের? কলকাতাতে কী প্রভাব পড়তে পারে এই সাইক্লোনের? সে কথা মাথায় রেখে আগে থেকেই তৈরি নবান্ন!
#কলকাতা: ক্রমশই রহস্যময়ী হয়ে উঠছে ঘূর্ণিঝড় অশনি। চৌঠা মে দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটাই রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আপাতত নিম্নচাপ হিসেবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে অবস্থান করছে। এই মুহূর্তে সিস্টেমটির সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগ রয়েছে।
মোকাবিলার জন্য তৈরি রাজ্য সরকার। এনডিআরএফ-এর ১৭ টি টিম প্রস্তুত আছে। রাজ্যে সাইক্লোন মোকাবিলার জন্য এতগুলি টিম প্রস্তুত রাখা হয়েছে কলকাতাতেই। এমনটাই জানানো হল নবান্নকে। জেলাশাসকরা বিশেষত দক্ষিণবঙ্গের জেলা শাসকরা রিকুইজিশন করবেন এনডিআরএফ টিম গুলোকে। মুখ্যসচিবের নির্দেশ জেলাশাসক দের। প্রয়োজনমতো রবিবারের পর থেকেই রিকুইজিশন করবেন জেলা শাসকরা। দরকারে নির্দিষ্ট কোন সেন্টারে বা কোন পয়েন্টে ডেকে রাখতে পারেন ndrf-কে। জানানো হল দক্ষিণ বঙ্গের জেলা শাসকদের।
advertisement
আগামীকাল রবিবার সকালে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ছুঁয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। রবিবার সন্ধ্যায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। তখন এর গতিবেগ প্রতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার হতে পারে।
advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বাড়ি থেকে না বেরোনোর বার্তা আবহাওয়া দফতরের! প্রভাব কলকাতাতেও
advertisement
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে এগোবে। সোমবার বিকেলে এর সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার হতে পারে। মঙ্গলবার সকালে এটি অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি পৌঁছাবে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর এর প্রভাব থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এই সময়ে সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার হতে পারে। সমুদ্রের ভেতর এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ১০০ কিলোমিটারের কাছাকাছি থাকলেও অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের স্থলভাগে সেই সময় ঝড়ো হাওয়ার গতিবেগ বড়জোর ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে।
advertisement
এর আগেও ফনি, আমফানের মতো বহু ঝড়ের মুখে পড়তে হয়েছে রাজ্যের মানুষকে। সেই কথা মাথায় রেখেই আগে থেকেই প্রস্তুত থাকছে সরকার। ঝড়ের গতিবেগ কমলেও যাতে সামাল দেওয়া যায়, সে কথা মাথায় রেখেই এগোনো হচ্ছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2022 12:39 AM IST