Crime News: প্রিন্সেপ ঘাটের যুবক খুনের কিনারা করল পুলিশ! সামনে এল আসল চক্রান্ত! গ্রেফতার ৪
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Crime News: চক্র রেলের প্রিন্সেপ ঘাট স্টেশনের প্ল্যাটফর্মে এক যুবককে খুনের ঘটনার কিনারা করল চিৎপুর রেল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে। মঙ্গলবার বড়বাজার স্টেশন থেকে তাদের গ্রেফতার করেন চিৎপুর রেল পুলিশের অফিসারেরা।
কলকাতাঃ চক্র রেলের প্রিন্সেপ ঘাট স্টেশনের প্ল্যাটফর্মে এক যুবককে খুনের ঘটনার কিনারা করল চিৎপুর রেল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে। মঙ্গলবার বড়বাজার স্টেশন থেকে তাদের গ্রেফতার করেন চিৎপুর রেল পুলিশের অফিসারেরা। ধৃতদের নাম মহম্মদ আরমান, বাকিবুল মণ্ডল ওরফে ছোটু, রাহুল মণ্ডল ওরফে মিলন এবং রাজা মিশ্র। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, টাকা চুরির ঘটনা সংক্রান্ত গোলমালের জেরেই শনিবার বিকেলে খুন করা হয় হাওড়ার বাসিন্দা অরবিন্দ মণ্ডলকে। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত আরমান।
আরও পড়ুনঃ ক্রমবর্ধমান হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে ভারতীয়রা লিপিড প্রোফাইল থেকে কেন উন্নত স্ক্রিনিং টেস্টের দিকে ঝুঁকছেন?
পুলিশের দাবি, অভিযুক্তেরা সকলেই স্টেশনের প্ল্যাটফর্মে থাকত। ঘটনার আগের দিন অরবিন্দের সঙ্গে বসে প্রিন্সেপ ঘাট স্টেশনে মদ্যপান করেছিল ওই চার জন। অভিযোগ, সেই সময়ে আরমানের টাকা এবং মোবাইল ফোন চুরি হয়ে যায়। তাতে আরমানের সন্দেহ গিয়ে পড়ে অরবিন্দের উপরে। এর পরে শনিবার সকালে ওই চার জন একই জায়গায় মিলিত হয়। সেখানে মদ্যপান করার সময়ে তারা ঠিক করে, অরবিন্দকে ‘উপযুক্ত শিক্ষা’ দেবে।
advertisement
advertisement
সে দিন বিকেলে প্রিন্সেপ ঘাট স্টেশনে গিয়ে তারা দেখে, প্ল্যাটফর্মে ঘুমোচ্ছেন অরবিন্দ। অভিযোগ, সুযোগ বুঝে ঘুমন্ত অরবিন্দের গলায় ছুরি চালায় আরমান। এর পরেই তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন এবং সূত্র মারফত রেল পুলিশ জানতে পারে, এই ঘটনার পিছনে রয়েছে আরমানেরা। এর পরেই মঙ্গলবার তাদের পাকড়াও করে রেল পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 12:33 PM IST