Crime News:পড়ে আছে হেলমেট! রহস্যময় দুই বাইক আরোহী কে? আলিপুর আদালতের মুহুরিকে খুন? নাকি দুর্ঘটনা? ধোঁয়াশা তীব্র

Last Updated:

Crime News: হেলমেট পড়ে থাকলেও ঘটনাস্থলের কাছাকাছি কোনও বাইক পায়নি পুলিশ। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে কীভাবে তিনি ওখানে এলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: ফের নিথর দেহ উদ্ধার খাস কলকাতায়। মঙ্গলবার কাকভোরে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় রিজেন্ট পার্ক থানা এলাকায়। টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিওর উল্টো দিকে উত্তমকুমার সরণিতে সোমবার গভীর রাতে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর পাশেই ছিল একটি হেলমেট। সোমবার ও মঙ্গলবারের সন্ধিস্থলে রাত পৌনে তিনটে নাগাদ দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিকে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। হেলমেট পড়ে থাকলেও ঘটনাস্থলের কাছাকাছি কোনও বাইক পায়নি পুলিশ। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে কীভাবে তিনি ওখানে এলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তি ত্রিশোর্ধ্ব অনুপ মণ্ডল থাকতেন ঠাকুরপুকুরের বাদামতলায় মণ্ডলপাড়া এলাকায়। তিনি পেশায় ছিলেন আলিপুর আদালতের মুহুরি। কর্মরত ছিলেন সিনিয়র আইনজীবীর অধীনে। এটা নেহাতই দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ভোররাতে দেহ উদ্ধারের এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ক্যামেরা দেখে চিহ্নিত করা হয়েছে একটি বাইক। সেই বাইকে তিনজন যাচ্ছিলেন। বাইকের পিছনের আসন বা পিলিয়নের শেষ প্রান্তে বসে ছিলেন মুহুরি অনুপ মণ্ডল। বাইক থেকে তিনি পড়ে গেলেও বাকি দু’জন বাইক নিয়ে চলে যান।
advertisement
advertisement
আরও পড়ুন : কাউন্টারে লম্বা লাইন? টিকিট কাটতে গিয়ে ট্রেন মিস হয়ে যাচ্ছে? সমস্যা এড়াতে লোকাল ট্রেনের যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা
সেই দু’জন কারা ছিলেন, তাঁদের জানার চেষ্টা করছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। হরিদেবপুর এলাকায় অনুপ মণ্ডলের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। তাঁর পরিবারের সঙ্গেও কথা বলে জানার চেষ্টা করবে ওই বাইকে বাকি দু’জন কারা ছিলেন। কেনই বা ওইভাবে অনুপকে মাঝ রাস্তায় ফেলে চলে গেল, সেই ধোঁয়াশা ভাবাচ্ছে তদন্তকারীদের। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, জানার চেষ্টা করছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News:পড়ে আছে হেলমেট! রহস্যময় দুই বাইক আরোহী কে? আলিপুর আদালতের মুহুরিকে খুন? নাকি দুর্ঘটনা? ধোঁয়াশা তীব্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement