Tanmoy Bhattacharya: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ, দল থেকে সাসপেন্ড বামনেতা তন্ময় ভট্টাচার্য
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:UJJAL ROY
Last Updated:
দলের ‘ইন্টারনাল কমিটি’ গোটা ঘটনার তদন্ত করবে। তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই দল পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বলে জানান সেলিম
কলকাতা: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সিপিআইএম–এর। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানালেন, তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। সেলিমের কথায়, ” এই আচরণ অত্যন্ত গর্হিত, সিপিআইএম এই আচরণ কোনওভাবেই সমর্থন করে না। আমরা কোনও ক্ষমার চোখে এহেন আচরণ দেখি না। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দল পদক্ষেপ করেছে।”
রবিবার দুপুরে এক মহিলা ফেসবুক লাইভে তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। এই ঘটনার পর–ই তড়িঘড়ি পদক্ষেপ করে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়ে দেন, ” এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনওভাবেই ছোট করে দেখা হবে না। আপনারাও কেউ ছোট করে দেখবেন না।” দলের ‘ইন্টারনাল কমিটি’ গোটা ঘটনার তদন্ত করবে। তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে বলে জানান সেলিম।। যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়।
advertisement
advertisement
আরও পড়ুন:‘নির্যাতিতার বাড়ি এখন ছবি তোলার জায়গা’! আরজি করের আন্দোলনকে তুলোধনা দিলীপের, বিস্ফোরক বিজেপি নেতা
advertisement
তন্ময়ের বিরুদ্ধে বরাহনগর থানায় অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা সাংবাদিক। তন্ময় ছিলেন সিপিআইএম–এর যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত উত্তর দমদমের বিধায়ক ছিলেন তন্ময়। পরাস্ত করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। ২০২১ সালে চন্দ্রিমার কাছেই পরাজিত হন তন্ময়। সম্প্রতি বরাহনগর বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়েও তন্ময় হেরেছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2024 7:48 PM IST