Dilip Ghosh: ‘নির্যাতিতার বাড়ি এখন ছবি তোলার জায়গা’! আরজি করের আন্দোলনকে তুলোধনা দিলীপের, বিস্ফোরক বিজেপি নেতা

Last Updated:

Dilip Ghosh:আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে চলা আন্দোলন নিয়ে এবার বিস্ফোরক মন্তব‍্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ

‘নির্যাতিতার বাড়ি এখন ছবি তোলার জায়গা’! আরজি করের আন্দোলনকে তুলোধনা দিলীপের, বিস্ফোরক বিজেপি নেতা
‘নির্যাতিতার বাড়ি এখন ছবি তোলার জায়গা’! আরজি করের আন্দোলনকে তুলোধনা দিলীপের, বিস্ফোরক বিজেপি নেতা
কলকাতা: আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে চলা আন্দোলন নিয়ে এবার বিস্ফোরক মন্তব‍্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আরজি করের আন্দোলনকে ‘অরাজনৈতিক আন্দোলনের অপমৃত্যু’ বলে আক্রমণ করলেন দিলীপ।
এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘নির্যাতিতার বাড়ি এখন ছবি তোলার জায়গা হয়েছে। আরজি করে আন্দোলন, শুরু থেকেই বলেছিলাম অরাজনৈতিক আন্দোলন করে কিছু হয়না। এখন সেটাই প্রমাণ হচ্ছে। অরাজনৈতিক আন্দোলনের অপমৃত্যু। এর জন্য যারা দায়ী তাদের দায়িত্ব তাদেরই নিতে৷ আরজি করের মতন ইস্যু রাজ্যে প্রায়ই আসছে। সেগুলো ধরে এগোতে হবে। সরকার ফেলতে হবে।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, দিলীপ ঘোষের মতো খানিকটা এক সুরেই আরজি করের আন্দোলনকে তুলোধনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুভেন্দুর কথায়, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বৈঠক করা ঠিক হয়নি। জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসাটাই বড় ভুল। বাম এবং অতিবামেরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ভুল পথে পরিচালিত করেছে। রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপিকে বাদ দিয়ে সরকারকে চাপে ফেলা যাবে না। আমরা কালীপুজোর পর আরজিকর ইস্যুতে বড়সড় আন্দোলনে নামছি। ইতিমধ্যেই আমাদের ৫০ লক্ষ গণ স্বাক্ষর সংগ্রহ প্রক্রিয়া শেষ হয়েছে। সেই গণস্বাক্ষর এক কোটি পূর্ণ করে আমরা শীঘ্রই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে গিয়ে জমা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করব।”
advertisement
আজ রবিবার শহরে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী-সহ বিজেপির একাধিক দলীয় নেতৃত্ব। রবিবার বনগাঁর বিএসএফ-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ২০২৬ সালের বিধানসভায় পরিবর্তনের ডাক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ‘নির্যাতিতার বাড়ি এখন ছবি তোলার জায়গা’! আরজি করের আন্দোলনকে তুলোধনা দিলীপের, বিস্ফোরক বিজেপি নেতা
Next Article
advertisement
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর! বাংলাদেশে সঙ্কটের আবহে বিস্ফোরক অভিযোগ!  
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর 
  • বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি অভিযোগ করেন, হাদি হত্যার আসামিকে জামাত নেতা শিশির মনির দু’বার জামিন দেন.

  • হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তের রাজনৈতিক সংযোগ ও জামিন নিয়ে গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলেছেন বিএনপি নেত্রী.

  • বাংলাদেশ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভারতে পালিয়েছে বা নয়াদিল্লির ভূমিকা রয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি.

VIEW MORE
advertisement
advertisement